BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রয়াত তমালিকা পণ্ডা শেঠ

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 30, 2016 12:32 pm|    Updated: May 30, 2016 2:27 pm

 Tamalika Panda Seth expires

স্টাফ রিপোর্টার: মারা গেলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মন শেঠের স্ত্রী ও হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেখ৷ রবিবার রাতে পূর্ব মেদিনীপুর থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসছিলেন৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও ব্যক্তিগত চিকিৎসক৷ আসার পথে হাওড়ার ডোমজুড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ রাত ১১-৩০ মিনিট নাগাদ ডোমজুড় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

তারপর তাঁকে হলদিয়ার বাসভবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ শ্বাসজনিত অসুস্থতাতে ভুগছিলেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর৷ তিনি ছিলেন মহিষাদলের প্রাক্তন বিধায়ক৷ এদিন মহিষাদলে এক অনুষ্ঠানে যোগ দেন তমালিকা পণ্ডা শেঠ৷ সেখানে থেকে রাত আটটা নাগাদ নিজের বাসভবনে ফিরে অসুস্থ বোধ করায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনার ব্যবস্থা করা হয়৷ কথা বলে রাখা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালের সঙ্গেও৷ আসার পথে ডোমজুড়ে গুরুতর অসুস্থ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন হলদিয়া পুরসভার টানা চারবারের চেয়ারপার্সন তমালিকা পণ্ডা শেঠ৷ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে