Advertisement
Advertisement

Breaking News

পায়রা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

এলাকায় মোয়াতেন বিশাল পুলিশ বাহিনী৷

 Tehatta Boy died due to lynching
Published by: Tanujit Das
  • Posted:November 27, 2018 4:09 pm
  • Updated:November 27, 2018 10:40 pm

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: পায়রা চোর সন্দেহে মর্মান্তিক পরিণতি হল এক ব্যক্তির৷ প্রথমে গাছে বেঁধে মারধর করা হয় তাঁকে এবং শেষে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল ওই ব্যক্তির৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তেহট্টের কালীগঞ্জ থানা এলাকায়৷ ঘটনাটি সোমবার রাতে ঘটলেও, মঙ্গলবার দুপুরেও থমথমে রয়েছে গোটা এলাকা৷ মোতায়েন রয়েছে পুলিশ৷ কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে নজর রাখছে প্রশাসন৷

[রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বদলানোর সময় বিপত্তি, বিস্ফোরণে পুড়ে ছাই ২টি বাড়ি]

Advertisement

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৩০)৷ স্থানীয় সূত্রের খবর, কালীগঞ্জ থানা এলাকার পাঁচখেলা গ্রামের বাসিন্দা এই ব্যক্তির পায়রা খুব প্রিয়৷ ফলে বাড়িতে অনেক পায়রা পুষতেন তিনি এবং দিন কয়েক আগে পাশের গ্রাম গোবিন্দপুর রাজওয়ার পাড়া থেকে একটি পায়রা কিনে এনেছিলেন৷ কিন্তু হঠাৎই পায়রাটি নিখোঁজ হয়ে যায়। ওই পায়রার খোঁজ করতেই সোমবার রাতে গোবিন্দপুর রাজওয়ার পাড়া গ্রামে যান জাকির৷ অভিযোগ, গ্রামে ঢুকতেই পায়রা চোর সন্দেহে প্রথমে তাঁর পিছু করেন কয়েকজন গ্রামবাসী৷ তারপর তাঁকে পাকড়াও করে গাছে বাঁধা হয় এবং রড, বাঁশ, লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়৷ পায়রা চোর সন্দেহে গণপিটুনির শিকার হন তিনি৷ এরপর তাঁকে আধমরা অবস্থায় সেখানেই ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা৷

Advertisement

[র‌য়্যাল পরিবারের সদস্য বৃদ্ধির ‘অ্যাসাইনমেন্ট’-এ আলিপুরে যাচ্ছে শিলিগুড়ির স্নেহাশিস]

জাকিরের পরিবার সূত্রের খবর, এই ঘটনার খবর পেয়েই তাঁরা সেখানে হাজির হন এবং পুলিশের সহায়তায় জাকিরকে কালীগঞ্জ থানা এলাকার মীরা হাসপাতালে ভরতি করেন৷ কিন্তু গভীর রাতে তাঁর অবস্থা অত্যন্ত খারাপ হলে, ওই হাসপাতালের চিকিৎসকরাই তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেন৷ সেইমতো মঙ্গলবার সকালে জাকিরকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয় বড় হাসপাতালে ভরতি করানোর জন্য৷ কিন্তু হাসপাতালে পৌঁছালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ স্থানীয় সূত্রে খবর, জাকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় মুসলিম অধ্যুষিত ওই এলাকায়৷ ফলে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতির দিকে তাঁরা নজর রাখছেন বলে জানিয়েছেন পুলিশকর্তারা৷ ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ