স্টাফ রিপোর্টার: ধুলাগড়ের পর উত্তপ্ত হল রাজ্যের আরও দুই এলাকা ভাঙড় এবং শাসন৷ দুই গোষ্ঠীর সংঘর্ষে চাঞ্চল্য ছাড়ল ভাঙড়ে৷ ব্যাপক ভাঙচুর করা হল তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলের বাড়িতে৷ প্রদীপবাবুর অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর চালানোর পরে বাইরে গুলিও চালিয়েছে৷ বোমা মারা হয়েছে তার বাড়ি লক্ষ্য করে৷ গোটা ঘটনায় লেদার কমপ্লেক্স থানায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ তার মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
সাধু নস্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দু’পক্ষের সংঘর্ষেই উত্তপ্ত হয়েছে ভাঙড়৷ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি মন্ত্রী রেজ্জাক মোল্লা এবং আরাবুল ইসলাম কেউই৷ রাতভর গুলি, বোমার আওয়াজে আতঙ্কে ভাঙড়ের সাধারণ মানুষও৷ তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল বলেছেন, “প্রায় ১৬ রাউন্ড গুলি চলেছে৷ যারা গুলি চালিয়ে আতঙ্ক ছড়াতে চাইছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে৷” শুক্রবার সকালেও থমথমে রয়েছে ভাঙড়ের একাধিক এলাকা৷ পোলেরহাট, চালতাবেড়িয়ার একাধিক জায়গায় বন্ধ রয়েছে দোকানপাট৷ এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী৷
এদিকে এদিন সকালে শাসন এলাকার বাসিন্দাদের ঘুম ভাঙল বোমাবাজির আওয়াজে৷ সরু আলপথ৷ দু’দিকে মাছের ভেড়ি৷ অভিযোগ, রাতভর দু’দিক থেকে মুহূর্মুহূ চলেছে গুলি৷ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিবছরই এই সময় ভেড়ির দখল কার হাতে থাকবে তা নিয়ে গোলাগুলি হয়৷ মাঝে বছর চারেক শান্ত ছিল এলাকা৷ শাসনের বেশ কিছু দোকানও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা৷ লুঠ করা হয়েছে দু’টি দোকানেও৷ শাসন থানার পুলিশ সকাল থেকেই টহল দিচ্ছে এলাকায়৷ স্থানীয়দের অভিযোগ, এলাকার বিধায়ক আর ব্লক সভাপতির সংঘর্ষেই উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়৷ যদিও এলাকার বিধায়ক হাজি নুরুল ইসলাম জানিয়েছেন, ভাঙচুরের ঘটনার সঙ্গে তৃণমূলের কারও কোনও যোগাযোগ নেই৷ তাঁর কথায়, “কিছু দুষ্কৃতী এলাকায় লুঠপাট, ভাঙচুর করেছে৷ প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.