Advertisement
Advertisement
Vietnam

ইন্দো-ভিয়েতনাম সৌভ্রাতৃত্বের বার্তা, হো-চি-মিন ট্রেইলে সাইকেল অভিযানে ৩ ভারতীয় অভিযাত্রী

শনিবার কলকাতা থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁদের।

Three bengali people to visit vietnam by cycle
Published by: Sayani Sen
  • Posted:February 7, 2025 7:14 pm
  • Updated:February 7, 2025 7:16 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ঐতিহাসিক হো-চি-মিন ট্রেইলে সাইকেল অভিযানে তিন অভিযাত্রী। তাঁরা সকলেই হাওড়ার বাসিন্দা। শনিবার কলকাতা থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁদের। ইন্দো-ভিয়েতনাম সৌভ্রাতৃত্বের বার্তা দিতে সাইকেল অভিযান ওই তিনজনের।

ওই তিন অভিযাত্রী হলেন মলয় মুখোপাধ্যায়, দেবাশিস চক্রবর্তী এবং পার্থপ্রতিম হাজরা। বছর আটেক আগে মলয় এভারেস্ট জয় করেন। দেবাশিসবাবু হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য। পার্থপ্রতিম হাজরা প্রকৃতিপ্রমী। ৮ দিনে ভিয়েতনামের হো-চি-মিন ট্রেইলের ৯০০ কিলোমিটার রাস্তা পাড়ি দেবেন তাঁরা। শুক্রবার ইডেন গার্ডেনে ওই তিন অভিযাত্রীকে নিয়ে দুটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইডেন গার্ডেনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ক্রিকেট কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ওই তিন অভিযাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেন তাঁরা।

Advertisement

হাওড়ায় আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ পায়, পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী এবং পুরসভার মুখ্যপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তাঁরা তিন অভিযাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেন। সাইকেল অভিযান টি-শার্ট প্রকাশ্যে আসে। সিপিএম নেতা বিমান বসু টি-শার্ট প্রকাশ্যে আনেন। ইন্দো-ভিয়েতনাম সৌভ্রাতৃত্বের বার্তা দিতে সাইকেল অভিযান করবেন তাঁরা। এই দীর্ঘ পথ পরিক্রমায় পরিবেশ রক্ষারও বার্তা দেবেন তিনজনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement