Advertisement
Advertisement

Breaking News

জয়নগরে বিধায়কের গাড়িতে গুলি, নিহত তৃণমূল নেতা-সহ তিন

তখন গাড়িতে ছিলেন না বিধায়ক বিশ্বনাথ দাস।

TMC leaders murder at Joynagar infornt of petrol pump
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:December 13, 2018 9:18 pm
  • Updated:December 13, 2018 9:20 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণা: জয়নগরে বিধায়কের গাড়িতে গুলিবর্ষণ দুষ্কৃতীদের। দুই তৃণমূল নেতা নিহত। গাড়ির ড্রাইভারও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। বিধায়ক বিশ্বনাথ দাস সেই সময় গাড়িতে ছিলেন না। পুলিশ হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে।

রেলগেট খোলা থাকাকালীন ফের স্টেশনে ঢুকল ট্রেন, শ্যামনগরে উত্তেজনা

জয়নগর পুলিশ সূত্রে জানা গেছে, জয়নগরের দুর্গাপুর পেট্রল পাম্পের সামনে আজ বিধায়কের গাড়ি দাঁড়ানো ছিল। তখনই হামলা চালায় দষ্কৃতীরা। ঘটনায় জয়হিন্দ বাহিনী নেতা-সহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম জসীমুদ্দিন, সরিফুদ্দিনম খাঁ। অন্য একজনের নাম জানা যায়নি। বিধায়ক বিশ্বনাথ দাস সেই সময় গাড়িতে ছিলেন না। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছেন এলাকার অতিরিক্ত পুলিশ সুপার অজয় প্রসাদ।

Advertisement

রেলগেট খোলা থাকাকালীন ফের স্টেশনে ঢুকল ট্রেন, শ্যামনগরে উত্তেজনা

কেন এই হামলা তা এখনও জানা যায়নি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিধায়ক বিশ্বনাথ দাস পার্টি অফিসে যাচ্ছিলেন। তিনি গাড়ি থেকে নামার পরই হামলা হয়। কারা হামলা করেছে, তা নিয়ে কিছুই জানাতে পারেননি বিধায়ক। তিন তৃণমূলকর্মীর মৃত্যুতে থমথমে এলাকা। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ