Advertisement
Advertisement

Breaking News

Shalimar

পদ্মপুকুরে দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস, লাইনচ্যুত বগি, শালিমারে ব্যাহত ট্রেন চলাচল

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলের আধিকারিকরা। 

Tirupati Express derailed at Shalimar
Published by: Subhankar Patra
  • Posted:January 26, 2025 1:02 pm
  • Updated:January 26, 2025 1:19 pm  

সুব্রত বিশ্বাস: শালিমার স্টেশনের আগে পদ্মপুকুর রেল ইয়ার্ডে দুর্ঘটনার কবলে পড়ল তিরুপতি এক্সপ্রেস ও ইস্ট কোস্ট পাওয়ার কোচ। লাইনচ্যুত বেশ কয়েকটি বগি। ট্রেনদুটির কামরাগুলি যাত্রীশূন্য হওয়ায়, বড় দুর্ঘটনা ঘটেনি। কোনও হতাহত বা আহতের খবর নেই। তবে বগিগুলি শালিমার মেন লাইনের সামনে পড়ে থাকায় ওই লাইনে ব্যাহত ট্রেন চলাচল।

জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ রেল ইর্য়াডে পাশাপাশি, দুটি লাইনে তিরুপতি এক্সপ্রেস ও ইস্ট কোস্ট পাওয়ার কোচ আগে-পিছু করছিল। সেই সময় দুটি ট্রেনের ধাক্কা লাগে। লাইনচ্যুত হয় দুটি ট্রেনের বেশ কয়েকটি বগি। শালিমারর স্টেশনের মেন লাইনের সামনে পড়ে রয়েছে কামরাগুলি। ফলে মেইন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

Advertisement

দুর্ঘটনার সময় ৯টা ১৫ নাগাদ শালিমার থেকে ছাড়ে ধৌলি এক্সপ্রেস। পদ্মপুকুরের কাছে গিয়ে থেমে যায়। দীর্ঘক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে ১২টা নাগাদ ট্রেনটিকে ফিরিয়ে আনা হয়েছে শালিমার স্টেশনে। এদিকে শালিমার থেকে কোনও ট্রেন চলছে না, এই স্টেশনগামী ট্রেনও আসছে না। ২৬ জানুয়ারিতে, এই দুর্ঘটনায় চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

দক্ষিণ-পূর্ব রেল ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, শালিমার লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। তবে হাওড়া লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে। শালিমার থেকে ছাড়া ট্রেনগুলিকে হাওড়ায় নিয়ে আসা হবে কি না, তা চিন্তাভাবনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলের আধিকারিকরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement