Advertisement
Advertisement

Breaking News

মমতাবালা

প্রচারের ফাঁকে কৃষি জমিতে নেমে অগাছা পরিষ্কার করলেন মমতাবালা

দেখুন ভিডিও।

TMC candidate Mamata Bala Thakur works in field during campaigning
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 13, 2019 6:56 pm
  • Updated:April 17, 2019 1:57 pm

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ভোটের প্রচারে রোড-শো করছেন তৃণমূল প্রার্থী। আচমকাই চড়া রোদে গাড়ি থামিয়ে রাস্তার পাশে মাঠে নেমে পড়লেন তিনি। কৃষকদের সঙ্গে হাত লাগালেন মাঠের অগাছা পরিষ্কার করার কাজে। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকলেন বনগাঁ মহকুমার বাগদা এলাকার মানুষরা।

[ আরও পড়ুন: ইস্যু দিঘা-জলেশ্বর রেলপথ তৈরির কাজ বন্ধ, প্রচারে বিজেপিকে তোপ শিশিরের]

ঘড়িতে তখন সকাল ন’টা। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বাগদা বিধানসভা এলাকায় রোড শো করছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মমতাবালা ঠাকুর। প্রার্থীকে দেখতে রাস্তার দু’ধারে বহু মানুষের ভিড়। খালি নেই আশেপাশের বাড়ির ছাদ ও বারান্দাগুলিও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুডখোলা জিপে চেপে যখন বাগদার হেলেঞ্চা অঞ্চলে পৌঁছান তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর, তখন তাঁর নজরে পড়ে, রাস্তার পাশে মাঠে কাজ করছেন কয়েকজন কৃষক। গাড়ি থেকে নেমে সদলবদলে সটান মাঠে চলে যান মমতাবালা ঠাকুর। কৃষকদের সঙ্গে মাঠের অগাছা পরিষ্কারের কাজে হাত লাগান তিনিও। খোদ বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থীকে মাঠে কাজ করতে দেখে অভিভূত কৃষকরা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, এবার বনগাঁ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরকেই জিতিয়ে আনবেন।

Advertisement

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিদায়ী সাংসদ মমতাবালা ঠাকুর। মনোনয়নপত্র পেশের পর শনিবার হেলেঞ্চা অঞ্চলে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। শুক্রবার হেলেঞ্চা অঞ্চলে রোড শো করেছেন বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরও।

Advertisement

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ