BREAKING NEWS

১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ভরসন্ধেয় খড়দহে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল TMC কাউন্সিলরের

Published by: Tiyasha Sarkar |    Posted: March 13, 2022 8:42 pm|    Updated: March 13, 2022 9:58 pm

TMC councilor shot dead at Khardah | Sangbad Pratidin

নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত।

অর্ণব দাস, বারাকপুর: ভরসন্ধেয় খড়দহে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিরল অনুপম দত্তের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের শাস্তিতে দাবিতে পথ অবরোধ তৃণমূলের কর্মী-সমর্থকদের।

জানা গিয়েছে, এদিন পৌনে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসের দিকে যাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। সেই সময় খড়দহের আগরপাড়া এলাকায় বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর মাথা ও ঘাড়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন অনুপম। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। বিটি রোড অবরোধ করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।  

[আরও পড়ুন: নদীতে ঘোরাফেরার পর মিলিয়ে গেল সুন্দরবনের জঙ্গলে, ফের পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার]

তবে এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিধায়ক নির্মল ঘোষ বলেন, “তরতাজা যুবক সদ্য নির্বাচনে জিতেছিলেন। তাঁকে খুন করার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। ভাড়া করা খুনিদের দিয়ে খুন করানো হয়েছে। বিধায়কের কথায়, হিমাচল প্রদেশ মধুচন্দ্রিমায় গিয়ে নববধূর খাদে পড়ে মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছিলেন মৃত কাউন্সিলর। সেই কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে