Advertisement
Advertisement
Dilip Ghosh

দিলীপ ঘোষের ফ্লেক্সে পুজো! বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলরের বাবা

দেখুন বিতর্কিত সেই ভিডিও।

TMC councilor's father offers prayer to Dilip Ghosh
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 6, 2019 1:12 pm
  • Updated:June 6, 2019 2:45 pm

অংশুপ্রতিম পাল, খড়গপুর: এবার বিতর্কে জড়িয়ে পড়লেন এক তৃণমূল কাউন্সিলরের বাবা। খড়গপুর পুরসভার ওই তৃণমূল কাউন্সিলরের বাবা সদ্য নির্বাচিত সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি লাগানো একটি ফ্লেক্সে পুজো করছেন ও জয় শ্রীরাম ধবনি দিচ্ছেন৷ এমনই এক ভিডিও গোটা ওয়ার্ড-সহ শহরে ভাইরাল হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে৷

[আরও পড়ুন:নিমতা কাণ্ডে ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর, নিহত নেতার বাড়ি যাচ্ছেন মমতা]

যদিও সেই তৃণমূল কাউন্সিলরের বাবা প্রভাত ওরফে নিলু সিং কোনও অন্যায় দেখছেন না এই পুজো করার মধ্যে৷ খড়গপুর রেল ওয়ার্কশপের কর্মী এই নিলু সিং খড়গপুর পুরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শর্মিষ্ঠা সিংয়ের বাবা৷ ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, নিলু সিং একটি ফ্লেক্সে লাগানো সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ দিলীপ ঘোষের একটি ছবিতে ফুল দিয়ে পুজো করছেন৷ আর তাঁর আশেপাশে থাকা লোকজন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছেন৷ ঘটনাটি ভোটের ফল প্রকাশের দুই দিন পরের হলেও ভিডিওটি মঙ্গলবার সন্ধে থেকে ভাইরাল হওয়ায়, শুরু হয় বিতর্ক।  

Advertisement

এদিকে, এই ব্যাপারে নিলুবাবু জানিয়েছেন, তিনি বিজেপির কোনও সদস্য নন৷ কিন্তু দিলীপ ঘোষ জয়ী হওয়ার পরে ক্লাবের সদস্যরা একটি ফ্লেক্স লাগিয়েছেন৷ সেখানে তিনি ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন৷ একজন তৃণমূল কাউন্সিলরের বাবা হয়ে এই কাজটি কেন তিনি করলেন? তার উত্তরে তিনি বলেন, মেয়ে তৃণমূলের কাউন্সিলর৷ তিনি নন৷ সুতরাং এই কাজ করার মধ্যে কোনও বাধা নেই৷ আর কোনও অন্যায় নেই৷ তবে বাবার এই কাজে কাউন্সিলর মেয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Advertisement

[আরও পড়ুন: নিমতার পর দিনহাটা, তৃণমূল কর্মী খুনে ফের নাম জড়াল বিজেপির]

এদিকে, এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তৃণমূলের খড়গপুর শহর সভাপতি রবিশংকর পাণ্ডে৷ তিনি বলেছেন, “এই ধরনের কোনও ভিডিও দেখিনি৷ কিছু জানি না।” এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি৷ এ প্রসঙ্গে পুরপ্রধান প্রদীপ সরকারও বলেছেন, তিনি খোঁজ নিয়ে তারপরে বলবেন৷ কারণ, এই ধরনের কোনও ভিডিও তিনিও দেখেননি৷ তবে এই ধরনের কোনও ঘটনা হয়ে থাকলে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি৷ এদিকে, এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই খড়গপুর শহরের তৃণমূলের একাংশের দাবি, অবিলম্বে কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

ভিডিও: সৈকত পাঁজা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ