Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: অভিষেককে অভিযোগ জানাতেই মিলল ফল, পঞ্চায়েতের আগে ধৃত তমলুকের TMC নেতা

প্রতিবাদে গনইস্তফা অনুগামীদের।

TMC leader from Tamluk arrested before WB Panchayat Election 2023

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:June 14, 2023 9:26 pm
  • Updated:June 15, 2023 4:12 pm

সৈকত মাইতি, তমলুক: ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ছিলই। এমন অবস্থায় চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলে তমলুকের প্রভাবশালী তৃণমূল নেতা সোমনাথ বেরা। স্বাভাবিক কারণেই পঞ্চায়েত নির্বাচনের মুখে তমলুকের তাবড় এই তৃণমূল নেতার গ্রেপ্তারির খবরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পিছনে অবশ্য প্রাক্তন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সৌমেন মহাপাত্রের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করে বুধবার সন্ধ্যায় তমলুকের মানিকতলার দলীয় কার্যালয়ে এসে ক্ষোভ উগরে দেন ধৃত নেতার অনুগামীরা।

সম্প্রতি নবজোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরেও এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রোড শোয়ের সময় যাচ্ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে তমলুক ব্লক থেকে পদুমপুর ১ গ্রাম পঞ্চায়েতের নানাবিধ দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সুকুমার নায়েক, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা ব্লকের দায়িত্বে থাকা সোমনাথ বেরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে পঞ্চায়েতের উপপ্রধান ও পূর্বতন প্রধানের যোগসাজসে লক্ষ-লক্ষ টাকার তোলাবাজি হয় বলে অভিযোগ। ঘটনার কথা জানতে পেরেই তড়িঘড়ি ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন অভিষেক। সুকুমার নায়েকও রাতে বাড়ি থেকে গ্রেপ্তার হন। পাশাপাশি চাকরি দেওয়ার নামে কোটি-কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সোমনাথ বেরার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন অভিষেক।

Advertisement

[আরও পড়ুন: হাওয়ালায় ১১ কোটি লেনদেন, ১০০ ব্যাংক অ্যাকাউন্ট, ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে বিস্ফোরক ED]

এদিকে সোমনাথ বেরার বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ বাড়ছিল। স্বাভাবিক কারণেই তাঁর পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়েও সংশয় তৈরি হচ্ছিল। জনগণের তীব্র ক্ষোভের আঁচে দলীয় কোপের মুখে পড়ে প্রায় কোণঠাসা হয়ে পড়েছিলেন একটা সময় শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সোমনাথবাবু। এদিন প্রকাশিত তালিকায় নাম ছিল না তাঁর। এরপরই বিকেলে সোমনাথকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক ব্লকের অন্তর্গত নীলকন্ঠ এলাকার বাসিন্দা আশীস মান্না নামে জনৈক এক তৃণমূল কর্মীর কাছ থেকে চাকরি দেওয়ার টোপ দিয়ে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এদিন সোমনাথকে গ্রেপ্তার করা হয়েছে। নেতার এই গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তমলুকের মানিকতলায় কার্যালয়ের সামনে ক্ষোভ উগরে দেন অনুগামীরা।

[আরও পড়ুন: ‘অগ্রগতি কোথায়?’, প্রাথমিক নিয়োগ ফের তদন্তের গতি নিয়ে CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের]

তৃণমূলের তমলুক ব্লক কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎকুমার বর্মন বলেন, “এমন ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তমলুক ব্লকের সমস্ত সকাল সংগঠনের নেতৃত্বরা একযোগে পদত্যাগ করলাম।” তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বলেন, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সোমনাথ বেরাকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ