শ্রীকান্ত পাত্র, ঘাটাল: দেবের গড় ঘাটালে উলটপুরাণ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজয়ী পঞ্চায়েত সদস্য়। তাঁর নিখোঁজ ছেলেকে উদ্ধারে সর্বতো সাহায্য করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক। শনিবার ছেলেকে ফিরে পাওয়ার পরই রবিবার সকালে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য় তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত এলাকায়।
ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত ছিল বিজেপির দখল। উপসমিতি গঠনের আগে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। এ নিয়ে চূড়ান্ত গন্ডগোল বাঁধে ঘাটাল এলাকায়। রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি-তৃণমূল। এর ফলে উপ সমিতি গঠন প্রক্রিয়া বন্ধ ছিল। এর মাঝেই তৃণমূলে জয়ী সদস্য় বিজেপিতে যোগ দিলেন।
শিবির বদল করা দীপক ভট্টাচার্যের ছেলে দিন তিনেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করতে দলের সাহায্য় চেয়েছিলেন পঞ্চায়েত সদস্য। অভিযোগ, দলের তরফে উপযুক্ত সাহায্য করেনি। উলটে স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অবশেষে শনিবার হাওড়া থেকে পঞ্চায়েত সদস্যের ছেলেকে উদ্ধার করা হয়। এর পর রবিবার সকালে বিধায়কের হাত ধরে বিজেপিতে যোগ দেন তৃণমূল সদস্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.