সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রজন্মের ভোটারদের টানতে নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের। সামাজিক মাধ্যমের পাশাপাশি অনলাইন গানের জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই র্যাপডে রিলস প্রকাশ তৃণমূলের। এই রিলসে বিজেপির ‘অপশাসন’ ও বাংলাকে বঞ্চনার দিকও তুলে ধরা হয়েছে।
বিজেপি বাংলা দখল করতে না পেরে বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে বলে বার বার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। বিজেপির ‘ওয়াশিং মেশিন নীতি’ অর্থাৎ অন্যদলের কোনও নেতা, তাদের দলে যোগ দিলেই তিনি দুর্নীতি মুক্ত হয়ে যান বলেও অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। এতদিন দলের তরফে তা বিভিন্ন জনসভা ও সামাজিক মাধ্যমে বলা হত। এবার স্পটিফাই র্যাপডে রিলস তৈরি করল তারা।
সেই রিলসে পুরনো অভিযোগের পাশাপাশি, গত লোকসভা নির্বাচনে ৪০০ পার স্লোগানে তুলেও ব্যর্থতা বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজেপির মাত্র ২৪০টি আসনে থেমে যাওয়া ও জোটসঙ্গীদের উপর নির্ভরশীলতার জন্য কটাক্ষ করে তৃণমূল দাবি করেছে, রাজনৈতিক সমর্থনের বিনিময়ে বিশেষ প্যাকেজ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে নরেন্দ্র মোদির দল।
.@BJP4India, your #SpotifyWrapped2024 is here and it wasn’t a ‘Premium’ experience at all!
Time to UNSUBSCRIBE! pic.twitter.com/X8ATCNB3Qa
— All India Trinamool Congress (@AITCofficial) December 10, 2024
রিলসে প্রতিহিংসার রাজনীতির জন্য বাংলার ১.৬ লক্ষ কোটি টাকা আটকে রাখা থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে ভারতীয় টাকার রেকর্ড পতন, মণিপুর ইস্যুকে উপেক্ষার মতো বিষয়গুলি উঠে এসেছে। নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে হিংসাত্মক বক্তব্য ছড়ানোর জন্য বিজেপি নেতাদের নিন্দাও করা হয়েছে।
২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহল মনে করছে, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল। তারই অঙ্গ হিসাবে এবার ভাইরাল ভিডিও, মিম, জিআইএফ এবং স্টিকার ব্যবহার করে তরুণ প্রজন্মের বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছতে চাইছে রাজ্যের শাসক দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.