সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ বিধানসভা নির্বাচনে ত্রিপুরাকে ‘বাম অপশাসন’ থেকে মুক্ত করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মুকুল রায়৷
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি শনিবার বলেন, “আমি নিজে ত্রিপুরায় এসেছি৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন৷ দলীয় নেত্রী ত্রিপুরা নিয়ে যথেষ্ট সচেতন৷ আসন্ন ২০১৮ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষকে বাম অপশাসন থেকে মুক্ত করবে তৃণমূল৷ সেটাই হবে মানুষের কাছে আমাদের উপহার৷” তাঁর দাবি, গত দুই দশকে বাম শাসনে ত্রিপুরায় কোনও উন্নয়ন হয়নি৷
ত্রিপুরায় দলের শাখা-প্রশাখা বিস্তারে বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন মুকুল রায়। রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হয়েছে, তা অবশ্য তিনি ভেঙে বলেননি। তবে রাজনৈতিক মহলের ধারণা পশ্চিমবঙ্গে ব্যাপক সাফল্যের পর এবার ত্রিপুরায় সিপিএমের আধিপত্য ভাঙতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছয় বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে দলে টানার লক্ষ্যে তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মুকুল রায়। বলেন, “মানিকবাবুর ২৩ বছর শাসনে ত্রিপুরার আদিবাসী মানুষের জীবনযাত্রা ভেঙে পড়েছে৷ পিছিয়ে পড়া জনজাতিগুলির ছাত্র, মজদুর, মহিলারা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত৷”
ত্রিপুরার বাম বিরোধী শক্তিগুলির সঙ্গে বৈঠক করে তাদের তৃণমূলের ছাতার তলায় এনে একযোগে বামেদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করতে চায় তৃণমূল৷ গত শুক্রবার কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া সুদীপ রায় বর্মনের সঙ্গে আগরতলায় বৈঠক সারেন মুকুল রায়৷