BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

TMC নেতাকে খুনের হুমকির অভিযোগ, বিধায়ক বায়রন বিশ্বাসের গ্রেপ্তারির দাবিতে থানা ঘেরাও

Published by: Sulaya Singha |    Posted: March 20, 2023 9:34 pm|    Updated: March 22, 2023 12:21 pm

TMC workers protest against Biran Biswas in Samserganj | Sangbad Pratidin

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায় ও শাহজাদ হোসেন: সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে ধুলিয়ানের তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় জৈনকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে কংগ্রেস বিধায়ক বাইরনকে গ্রেপ্তারির দাবি জানিয়ে সোমবার সন্ধে থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে সামশেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে বসেন তৃণমূল কর্মীরা।

সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের দিন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহেবুব আলম ও তৃণমূল নেতা সঞ্জয় জৈন বোখারার একটি বুথের ভিতর প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক বায়রন বিশ্বাস ফোন করে তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় জৈনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এমনকী রবিবার বিকেলে ধুলিয়ান ১৯ নম্বর ওয়ার্ডের সঞ্জয় জৈনের বাড়িতে চড়াও হন বিধায়ক বায়রন বিশ্বাস বলেও দাবি করা হয়েছে। সেই অভিযোগের জেরেই এদিন সামশেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে শামিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কার এসডিপিও রাশপ্রীত সিং। তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের কবলে পড়েন।

[আরও পড়ুন: বাড়ির অমতে বিয়ের ‘শাস্তি’, ব্যক্তিকে অপহরণ করে নাক কাটলেন শ্বশুরবাড়ির লোকেরা!]

Biran1

এদিকে বিধায়ক বায়রন বিশ্বাসের সেই হুমকির অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানান, একজন জনপ্রতিনিধি মদ্যপ অবস্থায় যেভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন, তাতে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। সামশেরগঞ্জ থানায় বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা পড়েছে।

এদিকে, বায়রন বিশ্বাসের শপথের দায়িত্ব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপরই ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবে শপথগ্রহণ হবে, সেই বিষয়টিও চূড়ান্ত করবেন বিধানসভার অধ্যক্ষই।

[আরও পড়ুন: ‘চাপ নিতে পারে না ওরা’, আইসিসি টুর্নামেন্টে ভারতের ব্যর্থতার কারণ জানালেন পাক তারকা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে