Advertisement
Advertisement
TMC's former MLA Mitali Roy join BJP

ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জোর ধাক্কা, বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা গিয়েছিল তাঁকে।

TMC's former MLA Mitali Roy join BJP before Dhupguri election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 3, 2023 10:13 am
  • Updated:September 3, 2023 1:55 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে জোর ধাক্কা। বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা গিয়েছিল তাঁকে। রবিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। 

আগামী মঙ্গলবার ধূপগুড়ি উপনির্বাচন। আর তা নিয়ে শাসক-বিরোধীদের মধ্যে চলছে প্রেস্টিজ ফাইট। তারই মাঝে আচমকা ছন্দপতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফিরে আচমকা মতবদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনেও ধূপগুড়ি আসনের প্রার্থী ছিলেন মিতালি। তবে সেবার আর জিততে পারেননি তিনি।

Advertisement

[আরও পড়ুন: পাঁশকুড়ায় হাসপাতাল চত্বরে মাদকের কারবার! প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মার]

এবার উপনির্বাচনে প্রার্থীপদ পাননি মিতালি। সূত্রের খবর, তাই দলের সঙ্গে দূরত্ব হয়েছিল তাঁর। তবে অভিষেক আসার আগে তাঁর অভিমান ভাঙান দলীয় নেতা-কর্মীরাই। শনিবার মিতালিকে মঞ্চে ওঠান তৃণমূল নেতারা। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচার মঞ্চ থেকে তৃণমূল প্রার্থীর হয়ে দীর্ঘ বক্তব্যও দেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যে ডিগবাজি মিতালি রায়ের। প্রাক্তন তৃণমূল বিধায়কের দলবদল কিছুটা হলেও ঘাসফুল শিবিরের কাছে ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

যোগদান করার পর মিতালি রায় বলেন, “আমাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর করে প্রচারে নামানো হয়েছে। মানসিক চাপ নিয়ে আমি থাকতে পারছিলাম না।” ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক দলবদল করায় গেরুয়া শিবির অত্যন্ত আনন্দিত বলেই জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement