Advertisement
Advertisement

Breaking News

মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে অনাস্থা জমা তৃণমূলের

সূত্রের খবর, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বহরমপুর পুরসভা দখলের সূচনা করবে তৃণমূল৷

TMC's No-confidence motion to divisional commissioner for Murshidabad Zilla parishad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 3:50 pm
  • Updated:September 13, 2019 6:58 pm

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: বুধবার সকালে কলকাতার ডিভিশনাল কমিশনারের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের ৪১ জন সদস্য স্বাক্ষরিত অনাস্থাপত্র জমা দেওয়া হল৷ অবশেষে দীর্ঘ কয়েক মাসের যুক্তিতর্ক, জল্পনার অবসান হল৷

মুর্শিদাবাদ জেলা পরিষদ আগেই হাতছাড়া হয়েছিল কংগ্রেসের৷ ফলে দক্ষিণবঙ্গে বিরোধীদের (জোটের) দখলে থাকা একমাত্র জেলা পরিষদটিও বিরোধীদের হাতছাড়া হল৷ গত শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেসের সাত জন ও বামেদের তিন জন তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক সংখ্যা পেরিয়ে যায় তৃণমূল৷

Advertisement

রাজ্য রাজনীতিতে অধীর-গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় ২০১৩ পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে কংগ্রেস ৪২টি আসনে, বামেরা ২৭টি আসন ও তৃণমূল মাত্র একটি আসনে জয় লাভ করে৷ স্বাভাবিকভাবেই জেলা পরিষদের বোর্ড গঠন করে কংগ্রেস৷ কিন্তু পরে জেলা রাজনীতিতে পট পরিবর্তন শুরু হয়৷ মুর্শিদাবাদের মাটিতে ফুটতে শুরু করে ঘাসফুল৷ বিরোধী শিবিরের ক্রমাগত ভাঙনে একে একে তৃণমূলের দখলে এসেছে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে তিনটি পুরসভা৷ পাশাপাশি জেলা পরিষদে কংগ্রেস ও বাম শিবির থেকে ২৮ জন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা ১ থেকে বেড়ে হয় ২৯৷

Advertisement

উল্লেখ্য জেলা পরিষদের কংগ্রেস সদস্য বিধানসভা নির্বাচনে ‘হাত’ প্রতীকে ভরতপুর কেন্দ্র থেকে জয় লাভ করায় তাঁর সদস্যপদ খারিজ হয়৷ তাই এই মুহূর্তে জেলা পরিষদের আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৯৷ কাজেই জেলা পরিষদের ক্ষমতা দখলের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা কমে দাঁড়ায় ৩৫৷  যাতে পৌঁছনো ছিল শুধু সময়ের অপেক্ষা৷ শুক্রবার জোটের ১০ জন (কংগ্রেস ৭ এবং বাম ৩) জেলা পরিষদের সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক সংখ্যা পেরিয়ে তৃণমূলের সদস্য সংখ্যা ৩৯৷

শুক্রবার তৃণমূল ভবনে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা পরিষদের সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন৷ জেলা পরিষদের সদস্যদের পাশাপাশি ভরতপুর-এক পঞ্চায়েত সমিতির ১২ জন সদস্য তৃণমূলে যোগদান করেন৷ ফলে ভরতপুর-এক পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে চলে এসেছে৷ মুর্শিদাবাদ জেলা তৃণমূল সূত্রের খবর, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বহরমপুর পুরসভা দখলের সূচনা করবে তৃণমূল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ