Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

রাম নবমীর মিছিলে ভোটপ্রচার তৃণমূলের, উঠল মোদি বিরোধী স্লোগান

রাম নবমীর মিছিলে হাওড়ায় প্রচার সারলেন মন্ত্রী অরূপ রায়৷

to defend BJP, TMC organised Ram Navami rally in Howrah
Published by: Tanujit Das
  • Posted:April 14, 2019 4:37 pm
  • Updated:April 17, 2019 3:52 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বিজেপির পর এবার রাম নবমীর মিছিলে শামিল শাসকদল তৃণমূলও৷ ধর্মীয় অনুষ্ঠানকে হাতিয়ার করে রবিবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের ঝড় তুললেন মন্ত্রী অরূপ রায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করলেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মিছিলে উঠল ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানও৷

[ আরও পড়ুন: সামনে পেলে পুলিশের প্যান্ট খুলে নেওয়া হবে, বেফাঁস মন্তব্যে বিপাকে দিলীপ ]

Advertisement

হাওড়া তৃণমূলের তরফে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয় যে, রাম নবমী উপলক্ষে বের করা হলেও সেটি একটি দলীয় মিছিল৷ কোনও অরাজনৈতিক মিছিল নয়৷ তাঁর সমর্থনে মিছিল হলেও, তাতে দেখা মেলেনি হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের৷ এদিনের মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন মন্ত্রী অরূপ রায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই বলেন, আসন্ন নির্বাচনে দিল্লি থেকে বিদায় নেবে বিজেপি সরকার৷ এবং তাঁরা এরাজ্যে কোনও আসনই পাবে না৷ মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়৷ পাশাপাশি ওঠে, ‘গলি গলি মে শোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়’ স্লোগান৷

Advertisement

[ আরও পড়ুন: রাম নবমী উপলক্ষে দু’হাজার কুমারীর পুজো, উৎসবের মেজাজ আদ্যাপীঠে ]

রবিবার সকালে প্রথমে বেলুড়ের মা তলা মোড়ের কাছে চৌরাস্তা থেকে মিছিল শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ সেখানে উপস্থিত হন মন্ত্রী অরূপ রায়৷ মিছিল শুরুর আগে রামের পুজোও করেন তিনি৷ এরপর কর্মীদের সঙ্গে নিয়ে পথে হাঁটেন৷ মিছিলে জন সমাগম ছিল চোখে পড়ার মতো৷ তৃণমূল কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেন৷ তবে কারও হতে কোনও প্রকারেরে অস্ত্র ছিল না৷ একই ভাবে হাওড়ার সালকিয়ার ঘুসুড়িতেও রাম নবমীর মিছিল করেন মন্ত্রী অরূপ রায়৷ রাম নবমীকে কেন্দ্রে করে গত কয়েক বছর ধরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি৷ রাজ্যে গেরুয়া শিবিরের উত্থানের পর রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে শাসকদলের বহু নেতাকে৷ এর পিছনে ভোটের অংক কাজ করছে বলেই মত রাজনৈতিক মহলের৷ লোকসভা নির্বাচনে হিন্দু ভোট ব্যাংককে কাছে টানতেই বিজেপির পথে হেঁটে শাসকদলের নেতাদের এই ধরনের মিছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ