Advertisement
Advertisement
Himachal Pradesh

ট্যুর অপারেটরের প্রতারণা! হিমাচলে বেড়াতে আটকে বাংলার ৮ পর্যটক

আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন পর্যটকরা।

Tourists in trouble while visiting Himachal Pradesh with tour companies | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 7, 2023 8:45 pm
  • Updated:November 7, 2023 8:45 pm

অর্ণব দাস, বারাসত: ট্যুর কোম্পানির সঙ্গে বেড়াতে গিয়ে প্রবল সমস্যায় বাংলার ৮ পর্যটক। টুর সংস্থার বিরুদ্ধে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন তাঁরা। হুঁশিয়ারি দিয়েছেন আইনি পদক্ষেপের। 

জানা গিয়েছে, এক সংস্থার মাধ্যমেই বারাসত, রিষড়া এবং তমলুকের চারটি পরিবারের ৮ জন গত ৩০ অক্টোবর হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন। ১৪ দিনের এই ট্যুর থাকা, খাওয়া এবং সাইড সিনের জন্য মাথাপিছু পর্যটকদের ১৮ হাজার ৫০০ টাকা ধার্য করা হয়। তারা ৯০ শতাংশ টাকা সংস্থাকে দিয়েও দেন বলেই দাবি। চণ্ডিগড় হয়ে এই আটজন সিমলা ঘুরে পৌঁছন মানালি। অভিযোগ, সোমবার সকালে মানালির হোটেল থেকে চেক আউট করার সময় হোটেলের মালিক তাঁদের জানায় টাকা পেমেন্ট করেনি টুর সংস্থা। টাকা না মেটালে হোটেল থেকে বেরতে দেওয়া হবে না বলেও জানানো হয়।

Advertisement

[আরও পড়ুন: Kali Puja 2023: সিকিমের চারধাম মন্দির এবার ধূপগুড়িতে! কালীপুজোয় বড় চমক]

এই পরিস্থিতিতে ট্যুর সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোন লাভ না হওয়ায় শেষে বাধ্য হয়ে ১৭ হাজার টাকা হোটেলে পেমেন্ট করেন তারা। এরপর জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ি রাস্তা ধরে বাঙালি পর্যটকরা মানালি থেকে বেরিয়ে ধরমশালায় রাত দেড়টায় পৌঁছয়। বিপাকে পড়া পর্যটক শুক্লা বোস বলেন, “মানালির হোটেলের পেমেন্ট আমাদের দিতে হয়েছে। তার পরই হোটেল ছাড়তে পেরেছি। ধরমশালার হোটেলে এসে জানতে পারি, সেখানেও পেমেন্ট বাকি। আগামী ১০ নভেম্বর ফেরার কথা। বাকি দিন আরও কি ধরনের অব্যবস্থার মুখে পড়তে হবে জানি না।” ফিরে বিষয়টি নিয়ে টুর সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান পর্যটকরা।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুর হুঙ্কারের মাঝেই এবার রাজ্যের মন্ত্রীকে আয়কর তলব, নজরে ছেলেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ