BREAKING NEWS

২৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ১০ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বক্সার জঙ্গলে ফের ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল হাতিদের

Published by: Tanumoy Ghosal |    Posted: August 2, 2019 4:57 pm|    Updated: August 2, 2019 4:57 pm

Train driver turns saviour for elephants in Boxa forest

প্রতীকী

রাজকুমার, আলিপুরদুয়ার:  জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে রেলপথ। ডুর্য়াসের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে চালকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রেল। সুফলও মিলছে। আলিপুরদুয়ারে বক্সার জঙ্গলে ফের চালকের তৎপরতায় রক্ষা পেল হাতির দল।

[আরও পড়ুন: ধসের পর মেরামতির কাজ শুরু জাতীয় সড়কে, স্বাভাবিক ছন্দে ফিরছে ডায়মন্ড হারবার]

পাহাড়-জঙ্গলে ঘেরা ডুয়ার্স। বক্সার জঙ্গলের মাঝখান দিয়ে যখন ট্রেন চলে, তখন আশেপাশের সৌন্দর্য্যে মুগ্ধ হন যাত্রীরা। আবার রেললাইন পেরনোর সময়ে ট্রেনের ধাক্কায় বেঘোরে মরতে হয় হাতি-সহ অন্য বন্যপ্রাণীদের। পশুপ্রেমীদের অভিযোগ, ট্রেনের চালকদের অসর্তকতা ও অত্যন্ত দ্রুতগতি ট্রেন চলার কারণে এমন ঘটনা ঘটে। রেলের তরফে দুর্ঘটনা ঠেকানোর চেষ্টা যে হয়নি, তা কিন্তু নয়। অবশেষে পরিস্থিতি বদলাচ্ছে। ট্রেনের চালকরা যে সচেতন হচ্ছে, তারই প্রমাণ মিলল বৃহস্পতিবার বিকেলে।

ঘড়িতে তখন বিকেল সাড়ে পাঁচটা। আলিপুরদুয়ারে কালচিনি থেকে রাতভাতখাওয়ার দিকে যাচ্ছে কামাখ্যা এক্সপ্রেস। বক্সার জঙ্গলে মধ্যে বেশ দ্রুতগতিতে চলছিল ট্রেন। রেল জানিয়েছে, জঙ্গলপথে বাঁক নেওয়ার পরই ট্রেনের চালক ও সহকারি চালকের নজরে পড়ে, প্রায় দুশো মিটার দূরে রেললাইন পেরোচ্ছে সাত-আটটি হাতি। বিপদ বুঝে তড়িঘড়ি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক। ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় নিরীহ প্রাণীগুলি।

এবার প্রথম নয়, গত ২৩ জুলাই আলিপুরদুয়ার জংশন ও রাজাভাতখাওয়ার মাঝে বক্সার জঙ্গলে হাতি দেখে ট্রেন থামিয়ে দিয়েছিলেন ধুবড়ি-শিলিগুড়ি প্যাসেঞ্জারের চালক। আর বক্সার জঙ্গলে ট্রেনের গতি কমিয়ে হাতির প্রাণ বাঁচিয়েছিলেন ধুবড়ি-শিলিগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের চালক। আলিপুরদুয়ারের কালচিনি ও রাজাভাতখাওয়ার মাঝে সেই ঘটনাটি ঘটেছিল ২৫ জুলাই। দুটি ট্রেনের চালক, সহকারি চালক ও গার্ডকে পুরস্কারও দিয়েছে রেল। খুশি পশুপ্রেমীরাও।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে