Advertisement
Advertisement

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, প্রতিবাদে মেচেদা স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের

বিপাকে নিত্যযাত্রীরা৷

Train mows youth at Mecheda station, locals stage protest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2018 10:13 am
  • Updated:June 22, 2018 1:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু৷ উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে৷ ঘটনার প্রতিবাদে রেল অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দা৷ সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বন্ধ হাওড়া-খড়গপুর শাখায়৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন৷ বিপাকে নিত্যযাত্রীরা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷

[গুটখার পিক ফেলতে গিয়ে দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের]

Advertisement

ঘড়িতে তখন সকাল সাড়ে সাতটা৷ হাওড়া-খড়গপুর শাখার মেচেদা স্টেশনে নিত্যযাত্রীদের ভিড়৷ সাইকেল নিয়ে পায়ে হেঁটে লাইন পেরোচ্ছিলেন স্থানীয় এক যুবক৷ মেচেদা স্টেশনে তখন ঢুকছে আপ সাঁতরাগাছি-দিঘা লোকাল৷ ট্রেমে কাটা পড়েন ওই যুবক৷ ঘটনাস্থলেই মারা যান৷ ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে মেচেদা স্টেশনে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রেললাইনে পাশেই পড়েছিলেন ওই ব্যক্তি৷ তাঁকে উদ্ধারের কোনও ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ৷ প্রতিবাদে অবরোধ শুরু হয়ে যায় মেচেদা স্টেশনে৷ অবরোধে জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন৷ বিপাকে নিত্যযাত্রীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও রেলের পদস্থ আধিকারিকরা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও অবরোধ চলছে৷

Advertisement

উল্লেখ্যে, বৃহস্পতিবার হাওড়ার বাগনান স্টেশনের কাছে গুটখার পিক ফেলতে গিয়েছিলেন এক যাত্রী৷ পোস্টে ধাক্কায় খেয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি৷ ঘটনাস্থলেই মারা যান ওই যাত্রী৷ ঘটনায় রেলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ তবে অবরোধ হয়নি৷

ছবি: রঞ্জন মাইতি

[পুরোহিত ডেকে জীবিত ছেলের শ্রাদ্ধ করলেন বাবা! রায়গঞ্জে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ