Advertisement
Advertisement

Breaking News

Sealdah

ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত রেলচলাচল

বিপাকে যাতায়াতকারীরা।

Train services suspended in Sealdah south division । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 3, 2024 10:49 am
  • Updated:March 3, 2024 11:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। রবিবার সকালে নরেন্দ্রপুর স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে যায়। তার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত রেলচলাচল। বিপাকে যাতায়াতকারীরা।

রবিবার ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা ৫০ মিনিট। নরেন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ওভারহেড তার ছিঁড়ে যায়। তার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল থমকে যায়। পর পর স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানায় ব্যাহত ট্রেন চলাচল। প্রায় ঘণ্টাদুয়েক পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। তবে এখনও আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রবিবার এমনিই ট্রেন কম চলে। তার ফলে বিপাকে যাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুলের পঠনপাঠন, কমিশনকে চিঠি ব্রাত্য বসুর]

এদিকে, শনি-রবিবার শিয়ালদহের মোট ১৯টি শাখায় নন-ইন্টারলকিং সিস্টেমের কাজের কথা ছিল। শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-বারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ঠাকুরনগর, শিয়ালদহ-বনগাঁ, বারাসত-হাসনাবাদ, দমদম-বারাকপুর, হাসনাবাদ-দমদম শাখার একাধিক ট্রেন বাতিল হওয়ার কথা ছিল। তবে পরে সে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে পূর্ব রেল। তার ফলে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় আলাদা করে কোনও ট্রেন বাতিল হয়নি। তবে নরেন্দ্রপুর স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য প্রত্যেক শহরে শাখা স্থাপন, সমবায় ব্যাঙ্কের যৌথ সংগঠন NUCFDC-র উদ্বোধন অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ