দীপঙ্কর মণ্ডল: তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষপদে রদবদল চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই টিএমসিপির সভাপতি পদে নতুন মুখ খুঁজতে শুরু করে দল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ছাত্র তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন। টিএমসিপি-র নতুন রাজ্য কমিটিতে সহ-সভাপতি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া মণিশংকর মণ্ডল ও রুমানা আখতারকে বেছে নিয়েছে তৃণমূল। শনিবার একথা ঘোষণা করেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
[শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, খুলছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়]
সম্প্রতি বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন তৃণাঙ্কুর। তৃণমূল মহাসচিবের নয়া ঘোষণার পর তৃণাঙ্কুর জানিয়েছেন, “দলের শীর্ষ নেতাদের ধন্যবাদ। সবাইকে নিয়ে কাজ করব।” মণিশংকর পুরনো কমিটিতেও সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক মহলের বক্তব্য, অন্য চার সহ-সভাপতি বাদ পড়লেও মণিশংকরের সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখে তাঁকে একই পদে বহাল রেখেছে দল। এদিন মণিশংকর জানিয়েছেন, “দলের অনুগত সৈনিক হিসাবে আমাদের আসল উদ্দেশ্য হল কাজ করা। আগামী লোকসভা ভোটে ৪২টি আসনে জয়ের যে লক্ষমাত্রা দলনেত্রী ঠিক করে দিয়েছেন তার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।” কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন গবেষণার ছাত্রী রুমানা। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন, “দল যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করব। রাজ্যের ছাত্র সমাজ যাতে আরও গঠনমূলক কাজ কাজ করে সেইদিকে সবাই আরও খেয়াল রাখব। দলীয় শৃঙ্খলা মেনে একসঙ্গে কাজ করব।”
[বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে]
নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে এদিন তৃণমূল ছাত্র পরিষদের দুই সহ-সভাপতির নামও ঘোষণা করেছেন পার্থবাবু। টিএমসিপি-র কোনও কমিটি পুনর্গঠন হবে কি না তা ঠিক করবেন এদিন ঘোষণা করা তিনজন। দলের মহাসচিবের কথায়, কোনও কমিটি পুনর্গঠনের দরকার হলে টিএমসিপি-র উপদেষ্টা মণ্ডলীর কাছে প্রস্তাব পাস করতে হবে। অন্যদিকে, টিএমসিপি-র অপসারিত সভাপতি জয়া দত্তকে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হতে পারে। পার্থবাবু জানিয়েছেন, সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাঁর কাছে জয়াকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক করার প্রস্তাব পাঠানো হয়েছে।
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ছাত্র তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি মনোনীত হয়েছেন।
- টিএমসিপি-র নতুন রাজ্য কমিটিতে সহ-সভাপতি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া মণিশংকর মণ্ডল ও রুমানা আখতারকে বেছে নিয়েছে তৃণমূল।
- টিএমসিপি-র অপসারিত সভাপতি জয়া দত্তকে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হতে পারে।