Advertisement
Advertisement

Breaking News

ফের দুর্ঘটনার কবলে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, অল্পের জন্য রক্ষা

ঘাতক ট্রাকের চালক ও খালাসি গ্রেপ্তার।

Truck rams TMC MP Dibyendu Adhikari's car
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2017 6:21 am
  • Updated:July 20, 2017 6:54 am

রঞ্জন মহাপাত্র, কাঁথি:   ফের দুর্ঘটনার কবলে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। হলদিয়া পুরভোটের প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সাংসদের বাঁ হাতে চোট লাগে। প্রাথমিক চিকিৎসার পর তমলুকের সাংসদকে ছেড়ে দেওয়া হয়। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক এবং খালাসিকে।

[বছর ঘুরলেও এখনও রহস্যে মোড়া আবেশের মৃত্যুরহস্য]

পুরভোটের প্রচার এবং দলীয় কাজে হলদিয়ায় এখন নিয়মিত যেতে হয় তৃণমূল দিব্যেন্দু অধিকারীকে। বুধবার রাতে কাঁথির বাড়িতে ফিরছিলেন দিব্যেন্দু। ৪১ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারের রাস্তা ধরে গাড়িটি কাঁথির দিকে যাচ্ছিল। কনভয়ে থাকা পাইলট কারের পিছনে ছিল সাংসদের গাড়ি। ভবানীপুর থানার কাছে মোরাম এলাকায় সাংসদের গাড়ি একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করে। অভিযোগ, বারবার হর্ন বাজানোর পরও  ট্রাকের চালক রাস্তা ছাড়েননি। ওভারটেকের সময় ট্রাকটি পিছনে থেকে সাংসদের গাড়িতে ধাক্কা মারে। দিব্যেন্দু অধিকারীর বাঁ হাতে আঘাত লাগে। রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। দ্রুত সাংসদকে নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে কাঁথির বাড়িতে পৌঁছন শিশির অধিকারীর সেজ ছেলে।

Advertisement

[পুলিশের সঙ্গে বচসার ভিডিও ফেসবুকে আপলোড, গ্রেপ্তার তৃণমূল নেতা]

এই ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ধরা পড়েছেন ট্রাকের খালাসি ও চালক। ধৃতদের বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন দিব্যেন্দু অধিকারী। চণ্ডীপুরের কাছে জাতীয় সড়কে তাঁর গাড়িতে ধাক্কা মেরেছিল একটি লরি। দুবারই বড় বিপদের থেকে রক্ষা পেলেন তমলুকের সাংসদ।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ