Advertisement
Advertisement

Breaking News

Deucha Pachami

জনতার দাবি রাখলেন অভিষেক, দেউচা-পাঁচামির জমিদাতাদের চতুর্থ শ্রেণি পদে নিয়োগ

২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক।

Twenty five more people get appoinment letters for the post of fourth class staff at Deucha-Pachami | Sangbad Pratidin

ছবি: শান্তনু দাস।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 13, 2023 7:04 pm
  • Updated:May 13, 2023 7:07 pm

নন্দন দত্ত, সিউড়ি: দেউচা-পাঁচামিতে (Deucha Pachami) প্রস্তাবিত কয়লাখনি এলাকায় শুধু পুলিশে নয়, সরকারি বিভাগের চতুর্থ শ্রেণিতেও নিয়োগ করা হোক। জেলা সফরে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে এলাকার মানুষজন এমনই দাবি করেছিলেন। তিনি সফর শেষ করে ফেরার পরের দিনই খনি এলাকায় আরও ২৫ জন হাতে পেলেন চতুর্থ শ্রেণি (Fourth class staff) পদে চাকরির নিয়োগপত্র। তা তুলে দিলেন বীরভূমের (Birbhum) জেলাশাসক বিধান রায়। তিনি জানান, এর আগে ৬০০ জন জমিদাতার মনোনীত প্রার্থী জুনিয়র কনেস্টেবল পদে ও ৩০০ জন চতুর্থ শ্রেণি পদে নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন। এছাড়াও বেশ কিছু কর্মীর সরকারি নথি যাচাইয়ের কাজ এখনও হয়নি। তা হয়ে গেলে তাঁদের দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে।

ছবি: শান্তনু দাস।

গত বুধবার মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রামে রাজেশ ওড়াংয়ের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন দাবি করেন, জমিদাতাদের চতুর্থ শ্রেণিতে কাজের সুযোগ দেওয়া হোক। তিনি বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। শুক্রবার জেলা সফর শেষ করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তাঁর নির্দেশমতো শনিবারই মহম্মদবাজার এলাকার ২৫ জনকে চতুর্থ শ্রেণি পদেই নিয়োগ দিল প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিরোধের জের! স্বামীকে খুন করে মাটিতে ‘পুঁতলেন’ স্ত্রী, সঙ্গী ছেলে-মেয়েরা]

উল্লেখ্য, দেউচা-পাঁচামির প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের মনোনীত প্রার্থীরা হয় জুনিয়র কনস্টেবল, নয়ত সরকারি দপ্তরে কাজ পাবেন। মুখ্যমন্ত্রীর মানবিক প্যাকেজ অনুসারে যারা অষ্টম শ্রেণি বা সমতুল্য পাশ বা শারিরীকভাবে ততটা সক্ষম নয় বা পুলিশে কাজ করতে ইচ্ছুক নন, তাঁদের সরকারি দপ্তরে কাজ দেওয়া হবে। সরকারি হিসাবে প্রস্তাবিত কয়লা খনির সাড়ে ১২ বর্গ
কিলোমিটার এলাকা জুড়ে প্রথম পর্যায়ের সমীক্ষার কাজ শুরু হয়েছিল। তার একটা ছোট অংশ ছিল দেওয়ানগঞ্জ হরিনসিঙা। তার প্রায় চারগুণ আয়তনে বেশি দেউচা-পাঁচামি এলাকা।

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত, ফাঁকিবাজদের তৃণমূলে ঠাঁই নেই, অনুব্রতহীন বীরভূমে বার্তা অভিষেকের]

জেলাশাসকের মতে, সেই দ্বিতীয় পর্যায়ে দেউচা-পাঁচামি এলাকা থেকে এদিন ২৫ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হল। এছাড়াও ১ জানুয়ারি, ২০২২ সাল পর্যন্ত মনোনীত প্রার্থী যাদের বয়স ১৮ বছর হয়নি, তাঁদের নিয়োগের ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে নিয়োগপত্র তৈরির কাজ চলছে। জেলাশাসক জানান, ১০ টি মৌজা জুড়ে কূপ খনন করে মাটির তলা থেকে কয়লা উত্তোলনের সমীক্ষার কাজ শেষ। সেই রিপোর্টের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, কবে থেকে কীভাবে এশিয়ার বৃহত্তম কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে। তিনিই তাঁর সবুজ সংকেত দেবেন। ততদিনে জমিদাতাদের পছন্দ মতন তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ