Advertisement
Advertisement

Breaking News

ভারত-নেপাল সীমান্তে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ির পথ ব্যবহার করে চলছিল পাচার৷

two arrested in Indo-Nepal border
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2018 7:31 pm
  • Updated:August 3, 2018 8:14 pm

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো ও এসএসবি। নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন নেপালের বাসিন্দা।

[ব্যাংক জালিয়াতি রুখতে নিরাপত্তায় গুরুত্ব জেলা প্রশাসনের]

বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকার ইন্দো-নেপাল সীমান্তে যৌথভাবে অভিযান চালায় এনসিবি ও এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। অভিযান চালিয়ে গণেশ তামাং ও লুকা শেরপা নামের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এনসিবি ও এসএসবি৷ গণেশ নেপালের বাসিন্দা ও লুকা কালিম্পংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি চরস উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা। এছাড়াও ধৃতদের কাছ থেকে তিনটে মোবাইল, একটি স্কুটি ও নেপাল এবং ভুটানের টাকা উদ্ধার হয়েছে। এনসিবি আধিকারিকরা জানিয়েছেন, কাঠমান্ডু থেকে এই মাদক ইন্দো-নেপাল সীমান্ত পার করে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছিল। অভিযুক্তরা সীমান্ত পার করে পানিট্যাঙ্কির অনন্তপুরজোত এলাকায় প্রবেশ করলে গোপন সূত্রে খবর পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে এনসিবি ও এসএসবির জওয়ানরা। এই মাদক শিলিগুড়িতে হাতবদলের পর কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হত। এনসিবি আধিকারিক দিলীপ শ্রীবাস্তব বলেন, ‘‘ধৃতদের জেরা করা হচ্ছে। ঘটনায় কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷’’

Advertisement

[মাত্রারিক্ত ওষুধের জের, হাসপাতাল থেকে বেরিয়ে কুয়োয় ঝাঁপ রোগীর]

মূলত, কাঠমান্ডু থেকে ইন্দো-নেপাল সীমান্ত পার করে শিলিগুড়ির পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরেই ভারতে অপরাধমূলক কাজকর্ম চলে আসছে৷ মাদক পাচার থেকে শুরু করে বন্যজন্তুর দেহাংশ পাচারের অভিযোগ আসছিল স্থানীয় প্রশাসনের কাছে৷ অভিযোগ, গত কয়েক দশক ধরে চিনা মদতে পাচারাকারীরা এই চোরা পথ ব্যবহার করে করে আসছিল৷ ফলে, ভারত-নেপাল সীমান্তে চলছিল দীর্ঘদিন ধরে বেড়েই চলেছিল অপরাধ৷ সীমান্ত এলাকায় অপরাধ কমাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এনসিবি ও এসএসবির জওয়ানরা। অভিযানের শুরুতেই মেলে সাফল্য৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ