Advertisement
Advertisement

Breaking News

Uluberia

হোটেলের দেওয়াল ভেঙে ঢুকল বাইক! উলুবেড়িয়ায় মৃত দুই যুবক, আহত ১

শনিবার রাতে একটি বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে তিন যুবক বাইক করে শ্যামপুরের দিকে যাচ্ছিলেন।

Two man died in horrific bike accident in Uluberia

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:January 19, 2025 11:25 am
  • Updated:January 19, 2025 7:18 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ১। একটি হোটেলের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায় বাইকটি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার শ্যামপুরে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকদের নাম ফারুক মল্লিক ও শেখ সাইদুল। দুর্ঘটনায় শেখ রহমান নামে গুরুতর আহত আরও এক যুবক। তিনি আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা প্রত্যেকেই উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বরের ওয়ার্ডের জগদীশপুরের বাসিন্দা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে তিন যুবক বাইক করে শ্যামপুরের দিকে যাচ্ছিলেন। রাত ১২টা নাগাদ উলুবেড়িয়া ফারুক সাহেবের মোড়ের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে দেওয়ালে ধাক্কা মারে। দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে যায় গাড়িটি।

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসকরা ফারুক এবং সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন। রহমানের অবস্থা অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement