Advertisement
Advertisement

Breaking News

অসামাজিক কাজে আপত্তি ভাইপোর, প্রকাশ্যে গুলি কাকার

অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

Uncle shoots nephew for refusing ‘illicit’ trade in Malda

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 2:07 pm
  • Updated:July 25, 2018 2:07 pm

বাবুল হক, মালদহ: নিজে দুষ্কৃতী। ভাইপোকেও নিজের মতোই অসামাজিক কাজে টানার চেষ্টা করছলি মালদার কালিয়াচকের সুজাপুর এলাকার আসামুল শেখ নামের এক ব্যক্তি। ১৯ বছরের তরুণ মুরসালিম দুষ্কর্মের পথে যেতে রাজি হয়নি। কাকার অপকর্মে সায় ছিল না তার। আর সেকারণেই এখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে ওই যুবককে।

[জমি লিখে দেওয়ার জন্য ছেলের অত্যাচার, জলপাইগুড়িতে আত্মঘাতী বৃদ্ধ কৃষক]

প্রকাশ্যে ভাইপোকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ কাকার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভাইপো মুরসালিমের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে  কালিয়াচক থানার সুজাপুর যোগীমোড় এলাকায়। কালিয়াচক থানায় কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুরসালিমের পরিবার। তবে, অভিযুক্ত দুষ্কৃতী পলাতক।

Advertisement

[ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল প্রেমিকার, অপমানে আত্মঘাতী তরুণ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত মুরসালিম শেখ বিহারের বারসই এলাকায় কাপড়ের ফেরির কাজ করেন। মঙ্গলবার রাতে সেখানেই রওনা দেওয়ার কথা ছিল তাঁর। যাওয়ার আগে কাপড়ের বান্ডিল গুছিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানেই তাঁর উপর চড়াও হয় কাকা আসামুল। প্রথমে আসামুলের সাথে বচসা বাধে মুরসালিমের। বচসা চরমে উঠলে উত্তেজনার বশে অভিযুক্ত কাকা মুরসালিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পেটে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মুরসালিম। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।

Advertisement

[তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পূণ্যার্থীদের বাস, জখম ২০]

পরিবারের লোকের অভিযোগ, আসামুল শেখ এক জন দুষ্কৃতী। তার বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি খুন এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সে জোর করে তার মুরসালিমকে দলে ঢোকানোর জন্য চাপ দিচ্ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু মুরসালিম কোনওভাবেই অসামাজিক কাজে রাজি ছিল না। আর তাতেই ক্ষুব্ধ হয়ে তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে আসামুল শেখ। অভিযুক্ত আসামুলের কঠোর শাস্তির দাবি করছে মুরসালিমের পরিবার। ঘটনার তদন্তও শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। যদিও, এখনও পলাতক আসামুলকে গ্রেপ্তার করা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ