সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবংয়ের উপনির্বাচনে নিয়ে বেনজির তরজায় জড়াল কংগ্রেস ও সিপিএম। আগেভাগে একতরফা প্রার্থী দেওয়ার জন্য সিপিএমকে বিশ্বাসঘাতক বললেন অধীর চৌধুরী। হতাশ প্রদেশ কংগ্রেস সভাপতি জানান সিপিএমের সঙ্গে জোট চাইলেও তারা শোনেনি। অধীরের এই শ্লেষ নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিমের বিদ্রুপ, কংগ্রেস নিজের চরকায় তেল দিক।
[মমতার উপহার দেওয়া ছবি থাকবে হৃদয়ে, আপ্লুত রাষ্ট্রপতি]
বিধানসভা নির্বাচন শেষ। জোটও শেষ। কংগ্রেসের হাইকম্যান্ড এই বার্তা দেওয়ার পরও প্রদেশ কংগ্রেসের একাংশ এখনও বামেদের সঙ্গে বিচ্ছেদ বোধহয় মানতে পারছে না। কাঁথি দক্ষিণ, মন্তেশ্বর বিধানসভা এবং কোচবিহার লোকসভার উপ নির্বাচনে দুই দল আলাদা প্রার্থী দিয়েছে। সবংয়ের উপ নির্বাচনে সবার আগে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। তবুও কংগ্রেসের বাম সঙ্গ পাওয়ার ইচ্ছা কাটল না। প্রদেশ কংগ্রেস সভাপতি জানালেন, সিপিএমের সঙ্গে তারা জোট চেয়েছিলেন। কিন্তু সিপিএম শুনল না। এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। হতাশা কাটিয়ে তিনি অবশ্য আক্রমণাত্মক মেজাজে জানিয়ে দেন সিপিএম বিশ্বাসঘাতক। কারণ বিধানসভার সঙ্গে তারা একরকম কাজ করে। পঞ্চায়েত ভোটে আলাদা নীতি। সিপিএমের এই সমস্যা দীর্ঘদিনের বলে অধীর মনে করেন। তাঁর বক্তব্য, সিপিএমের দুই শিবিরের মধ্যে আদর্শগত বিরোধ রয়েছে। এই জন্য নিজেদের সিদ্ধান্তে থাকতে পারে না। সিপিএমের এই মনোভাবের জন্য সবংয়ে কংগ্রেস প্রার্থীকে জেতাতে সিপিএম কর্মীদের তিনি আহ্বান জানান। এই কেন্দ্রে হাত চিহ্নের প্রার্থী হয়েছেন চিরঞ্জিব ভৌমিক। যিনি পেশায় আইনজীবী এবং ভূমিপুত্র হিসাবে পরিচিত। কংগ্রেস সূত্রে খবর দীর্ঘ দিন ওই কেন্দ্র থেকে মানস ভুঁইয়া জিতে আসলেও সবংয় কংগ্রেসের নিজস্ব ভোটব্যাঙ্ক রয়েছে। পুরনো ভোটারদের ধরে রাখতে দলের বিধায়কদের সবংয়ে প্রচারে নামেত বলেছে কংগ্রেস নেতৃত্ব। নেতা, বিধায়কদের বোঝানো হয়েছে জেতা-হারা পরের বিষয়। কংগ্রেসের ভোটব্যাঙ্ক ফেরাতে হবে এবং হারাতে হবে তৃণমূল প্রার্থীকে।
[বিশ্ব বাংলা বিতর্কে মুকুলের বিরুদ্ধে ফৌদজারি ও মানহানির মামলা অভিষেকের]
অধীরের এই তিরের পালটা জবাব এসেছে বাম শিবির থেকে। দলের নেতা মহম্মদ সেলিম জানান, নির্বাচনে লড়ার ব্যাপারে সিপিএমের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। বামফ্রন্ট আলোচনা করে সিদ্ধান্ত নেয়। কংগ্রেস নেতৃত্বপ প্রতি তাঁর বিদ্রুপ, মানসকেই ওরা আটকাতে পারেনি। আগে নিজের ঘর সামলাক, তারপর বামফ্রন্ট নিয়ে ভাববে। আগামী ২১ ডিসেম্বর এই কেন্দ্রের উপনির্বাচন। সিপিএম, তৃণমূলের পর কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করলেও বিজেপি এখনও তা করে উঠতে পারেনি।