Advertisement
Advertisement

Breaking News

বর্ধমান বিশ্ববিদ্যালয়

ফের পড়ুয়াদের বিক্ষোভের মুখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাত পর্যন্ত ঘেরাও ক্যাম্পাসে

সমস্যার সমাধান না করা পর্যন্ত ঘেরাও চলবে বলে জানিয়েছেন পড়ুয়ারা।

VC of Burdwan University gheraoed by students on Tuesday
Published by: Subhamay Mandal
  • Posted:November 26, 2019 9:17 pm
  • Updated:November 26, 2019 9:18 pm

সৌরভ মাজি, বর্ধমান: বিভিন্ন দাবিতে দিন দশেক আগেও উপাচার্যকে ঘেরাও করেছিলেন পড়ুয়ারা। তার পরেও সুরাহা হয়নি বর্ধমান বিশ্বাবিদ্যালয়ের পড়ুয়াদের বিভিন্ন সমস্যার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে বৈঠক সেরে বেরনোর সময় উপাচার্যকে ঘিরে ধরেন একদল পড়ুয়ারা। তাঁদের বিভিন্ন দাবির বিষয়ে সাতদিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা হয়নি কেন উপাচার্যর কাছে জানতে চান পড়ুয়ারা। অভিযোগ, উপাচার্য নিমাইচন্দ্র সাহা পড়ুয়াদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পড়ুয়ারা উপাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আটকে যান উপাচার্য। পরে চেয়ার নিয়ে রাস্তায় বসে পড়েন উপাচার্য। আর তাঁকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। রাত পর্যন্ত ঘেরাও চলেছে বলে জানা গিয়েছে। আলো-আঁধারি পরিবেশে রাত পর্যন্ত আটকে থাকেন উপাচার্য। পরে খবর পেয়ে সেখানে যান রেজিস্ট্রার তাফাজল হোসেন।

পড়ুয়াদের অভিযোগ, চারমাস ধরে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া চলছে। আবার জানুয়ারিতে পরীক্ষার দিন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়। ফলে পরীক্ষা দিতে সমস্যায় পড়তে হবে পড়ুয়াদের। পরীক্ষা পিছনোর দাবি তুলেছেন পড়ুয়ারা। আবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলের পরিকাঠামোগত সমস্যাও রয়েছে। হস্টেলের ছাদের সিলিং খারাপ-সহ বিভিন্ন সমস্যা রয়েছে। আবার হস্টেলে ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে পড়ে বলেও অভিযোগ। গত ১৪ নভেম্বর রাতে একই দাবিতে উপাচার্যকে ঘেরাও করেছিলেন পড়ুয়ারা। বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। পরদিন পড়ুয়াদের বৈঠক চলাকালীন ফের অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল উপাচার্যকে।

Advertisement

এদিন গোলাপবাগ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করতে গিয়েছিলেন উপাচার্য। সেই বৈঠক সেরে ফেরার পথেই হিউম্যানিটিজ বিল্ডিংয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য। প্রতিশ্রুতি মতো তাঁদের সমস্যার সমাধান না করা পর্যন্ত ঘেরাও চলবে বলে জানিয়েছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে রাত পর্যন্ত যোগাযোগ করা যায়নি। আধিকারিকরা পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করেন ঘেরাও তোলার জন্য।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ