Advertisement
Advertisement

Breaking News

ভাটপাড়া

ফের ভাটপাড়ায় বোমাবাজি, জখম এক মহিলা-সহ তিন জন

পরিস্থিতি সামাল দিতে এলাকায় নেমেছে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী৷

Violence in Bhatpara, Goons thrown bombs in Public places
Published by: Tanujit Das
  • Posted:July 30, 2019 7:37 pm
  • Updated:August 1, 2019 2:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতী তাণ্ডবে ফের অশান্ত ভাটপাড়ার কাঁকিনাড়া এলাকা৷ সূত্রের খবর, মঙ্গলবার দুষ্কৃতীদের ছোঁড়া বোমার স্প্রিন্টারের আঘাতে গুরুতর জখম হয়েছে এক মহিলা-সহ তিন জন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক৷ পরিস্থিতি সামাল দিতে টহলদারি চালাচ্ছে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী৷

[ আরও পড়ুন: কাটমানি ফেরত চেয়ে কল্যাণের বিরুদ্ধে অশ্লীল পোস্টার, চাঞ্চল্য শ্রীরামপুরে ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে কাঁকিনাড়ার ১২ নম্বর রেল গলিতে হঠাৎ বোমাবাজি করে একদল দুষ্কৃতী৷ বোমা ছুঁড়তে ছুঁড়তে এলাকা ছেড়ে পালায় তাঁরা৷ ছোঁড়া বোমার স্প্রিন্টারের আঘাতেই জখম হন এক মহিলা-সহ তিন জন৷ তাঁদের প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে৷ সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে৷ এদের মধ্যে দু’জনের অবস্থা স্থিতিশীল হলেও, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ স্বভাবতই এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে এলাকার তৈরি হয় তীব্র উত্তেজনা৷ আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে৷ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও সাধ্য মতো চেষ্টা করছে পুলিশ ও প্রশাসন৷ এলাকায় টহলদারি চালাচ্ছে ব়্যাফ ও বিশাল পুলিশ বাহিনী৷ সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে তাঁদের ভয় কাটানোর চেষ্টা করছেন অধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: সাধু চক্রের নজরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত স্কুলের জমি, অভিযোগ প্রাক্তন বিধায়কের স্ত্রী’র ]

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত রয়েছে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দল এলাকা৷ গত বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের কার্যালয় মজদুর ভবনের সামনে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, তৃণমূলের প্রমোদ সিং, সঞ্জয় সিং-এর বিরুদ্ধে৷ ঘটনার সময় মজদুর ভবনে ছিলেন ভাটপাড়ার পুরপ্রধান সৌরভ সিং। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ