Advertisement
Advertisement

ছাত্র বিক্ষোভ চলাকালীন বহিরাগতদের তাণ্ডব, উত্তাল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে৷

Violence in Kalyani Agriculture University
Published by: Kumaresh Halder
  • Posted:September 13, 2018 10:33 am
  • Updated:September 13, 2018 10:33 am

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ছাত্র বিক্ষোভ চলাকালীন ক্যাম্পাস চত্বরে বহিরাগতদের বোমা ও গুলি চালানোর ঘটনা তীব্র আতঙ্ক ছড়াল নদিয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে৷

[পাঁচ ঘণ্টায় কলকাতা থেকে কুনমিং, বুলেট ট্রেন চালাতে আগ্রহী চিন]

তোলাবাজির অভিযোগ-সহ গুচ্ছে সমস্যা সমাধানে উপাচার্যের ঘরের সামনে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ অভিযোগ, পড়ুয়াদের আন্দোলন তুলে নেওয়ার হুমকি দেয় বহিরাগতরা৷ একই সঙ্গে চলতে থাকে হামলা৷ ছাত্র-ছাত্রীদের মারধরও করা হয় বলে অভিযোগ৷ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতদের হাতে প্রায় আটজন ছাত্র-ছাত্রী ও তিনজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন৷ বহিরাগতরা আবাসনে ঢুকেও মারধর ও ছাত্রীদের শ্লীলতাহানিরও চেষ্টা করে৷ এদিন রাতে দুষ্কৃতী হামলার ঘটনায় বেশ কয়েকজন ছাত্রী-ছাত্র আহত হন বলে জানা গিয়েছে৷ এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই পড়ুয়ারা হরিণঘাটা-কাঁচরাপাড়া রাস্তায় অবরোধে বসেন৷ প্রায় আধঘণ্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠলেও উত্তেজনা চরমে থাকে৷ পড়ুয়াদের অভিযোগ, শাসকদলের মদতেই এই হামলা হয়েছে৷

Advertisement

[অঙ্গনওয়াড়ি কেন্দ্র বোঝাই গরুর খাবারে, শিশুদের পাতে পচা সবজি]

এদিন রাতের এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠনগুলি৷ আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে৷ আন্দোলনকারীদের পড়ুয়াদের অভিযোগ, হরিণঘাটা পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাজীব দালালের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ক্যাম্পাসে থাকলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল বলেও অভিযোগ৷ বহিরাগত সশস্ত্র যুবকদের হাতে সাংবাদিকরাও নিগৃহীত হন বলে অভিযোগ। যদিও রাজীববাবু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন৷

Advertisement

[জাতীয় সড়কে রেষারেষির জেরে দুর্ঘটনা, হাত কাটা গেল চালকের]

গত কয়েকদিন ধরে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ কৃষি আধিকারিক ও ছাত্র কল্যাণ বিভাগের এক আধিকারিককে অপসারণের দাবিতে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন৷ বুধবার থেকে পড়ুয়াদের অনশন কর্মসূচির কথা ছিল৷ তার আগেই ঘটে গেল এই ঘটনা৷

[ব্যাংকের নামে কয়েক কোটি টাকার প্রতারণা, চিটফান্ডের কারবার খেজুরিতে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ