Advertisement
Advertisement

ক্যাশলেস-এর পথে হাঁটতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

রবীন্দ্রনাথের ছবি ও বই কিনতে হলেও কার্ড ব্যবহার করতে হবে৷

Visva-Bharati University University is starting cashless transactions
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 10:07 am
  • Updated:December 11, 2016 11:45 am

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণামতো ‘ক্যাশলেস’-এর পথে হাঁটতে চলেছে বিশ্বভারতী৷ এর প্রথম পদক্ষেপ হিসাবে রবীন্দ্রভবনে কার্ডের ব্যবহার শুরু হচ্ছে৷ রবীন্দ্রনাথের ছবি ও বই কিনতে হলেও কার্ড ব্যবহার করতে হবে৷ এছাড়া পৌষমেলায় স্টলের ভাড়া নগদের পাশাপাশি কার্ডেও করা যাবে বলে জানিয়েছে মেলা কমিটি৷ তবে সম্পূর্ণভাবে পরিকাঠামো তৈরি না করে ক্যাশলেসের পথে হাঁটলে বিশ্বভারতীতে পড়ুয়া থেকে পর্যটক, সবাই সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা৷

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে ক্যাশলেস করার সিদ্ধান্ত নিয়েছে৷ বিশ্বভারতীতেও এই মর্মে নির্দেশ এসেছে৷ তারই প্রক্রিয়া শুরু হতে চলেছে৷ প্রথম ধাপে রবীন্দ্রভবনকে ক্যাশলেস করার সিান্ত নেওয়া হয়েছে৷ রবীন্দ্রভবনের প্রবেশ মূল্য ৪০ টাকা৷ ভবন সূত্রের খবর, প্রতি মাসে সাত-আট লক্ষ টাকার টিকিট বিক্রি হয়৷ এবার আর নগদে নয়, কার্ডের মাধ্যমে রবীন্দ্রভবনে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে৷ বিষয়টি চূড়ান্ত করতে এ মাসের ১৭ তারিখ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ কার্ড ব্যবহারে রবীন্দ্রভবনের কর্মীদের প্রশিক্ষণ দেবে৷ পাশাপাশি ইডিসি মেশিনও দেবে৷ তবে প্রথম এক মাস রবীন্দ্রভবনে কার্ডের ব্যবহারের পাশাপাশি প্রবেশ মূল্য নগদেও নেওয়া হবে৷ এ ব্যাপারে রবীন্দ্রভবনের অধ্যক্ষ তপতী মুখোপাধ্যায় বলেন, “বিশ্বভারতীতে প্রতিদিন সবথেকে বেশি রবীন্দ্রভবনেই নগদ অর্থ পড়ে৷ তাই এটাকেই আমরা প্রথমে ক্যাশলেস করব৷ তবে বর্তমানে কার্ড ও নগদ দু’টোই চলবে৷” এছাড়া আগামী মাসের মাঝামাঝি থেকে বিশ্বভারতীতে পড়ুয়াদের ফি কার্ডে নেওয়ার সিান্ত হয়েছে৷ অন্যদিকে ১২ তারিখ থেকে পৌষমেলার স্টলের জন্য টাকা জমা নেওয়া শুরু হবে৷ এবার নগদের পাশাপাশি কার্ডের মাধ্যমেও স্টলের ভাড়া মেটানো যাবে জানিয়েছেন স্টল বিতরণ কমিটির আহ্বায়ক গৌতম সাহা৷৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ