Advertisement
Advertisement

অন্ধকারেও বিরাম নেই, রাত পর্যন্ত ভোট চলল শিলিগুড়ির কয়েকটি বুথে

শিলিগুড়ির হাতিয়াডাঙা স্কুলে রাতেও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে ভোটারদের।

Voting process continued till night in Siliguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2018 9:23 pm
  • Updated:May 14, 2018 9:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারেও বিরাম নেই।এখনও ভোট গ্রহণ চলছে শিলিগুড়ির বেশ কয়েকটি বুথে। রাত ১০টা, এমনকী ১১টা পর্যন্তও ভোটগ্রহণ চলতে পারে বলে খবর।

শিলিগুড়ির হাতিয়াডাঙা স্কুলে রাতেও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে ভোটারদের। এছাড়া ডাবগ্রাম-২ পঞ্চায়েত এলাকার কিছু ভোটে রাত পর্যন্ত চলে ভোট গ্রহণ। এছাড়া ফুলবাড়ি-১ এলাকাতেও রাতে ভোটগ্রহণ চলে। রাত পর্যন্ত ভোট গ্রহণ চললেও কোনও বুথে অশান্তির কোনও খবর পাওয়া যায়নি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচন পর্ব। তবে শান্তিনগর এলাকায় সিপিএমের দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিরোধীদের দিকে। তাঁর অভিযোগ ছিল, বাইরে থেকে লোক এনে বুথ জ্যাম করেছিল বিরোধীরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ফের শান্তিপূর্ণভাবেই সমাধা হয় ভোট।

Advertisement

[ রানিগঞ্জের বাঁশরায় আগ্নেয়াস্ত্র নিয়ে বহিরাগতদের বুথ দখলের চেষ্টা রুখল বাসিন্দারা ]

Advertisement

সোমবার রাজ্যের পঞ্চায়েত ভোট সেভাবে শান্তিপূর্ণ হয়নি। জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দিকে দিকে ছিল অশান্তির ছবি। কোথাও পুকুরে বোমা তো কোথাও ব্যালটে আগুনের খবর সামনে এসেছে। কোথাও আবার ভিজিয়ে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স। গোটা রাজ্য থেকে প্রায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোথাও গণপিটুনি দিয়ে খুন, কোথায় আবার জীবন্ত জ্বালিয়ে হত্যা হয়েছে বলে খবর৷  

[ ভোটের আঁচে তপ্ত বাংলায় কোথায় কোথায় পড়ল মৃত্যুর ছায়া? ]

রাজ্য পুলিশের তরফে সুরজিৎ পুরকায়স্থ জানান, নির্বাচন কমিশন যেমন নির্দেশ দিয়েছিল, সেভাবেই সম্পন্ন হয়েছে ভোট। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এগুলি খতিয়ে দেখবে পুলিশ। যেখানে যেখানে পদক্ষেপ নেওয়ার দরকার রয়েছে, প্রতিক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ