Advertisement
Advertisement

Breaking News

Election commission

ভোট শুরুর আগে আরও কড়া কমিশন, রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বদলি পুলিশ অফিসার

একঝলকে দেখে নিন রদবদলের তালিকা।

WB Assembly Election: EC changes Police Officers in 5 places in the state |Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:March 25, 2021 2:17 pm
  • Updated:March 25, 2021 3:19 pm

শুভঙ্কর বসু: দু’দিনের উত্তরবঙ্গ সফর সেরে সবে দিল্লিতে ফিরেছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুলবেঞ্চ। ঠিক তার পরপরই রাজ্যে আরও বেশ কয়েকটি জায়গায় বদলি করা হল প্রশাসন ও পুলিশ কর্তাদের। প্রথম দফা ভোটের আগে অন্তত ৫ জনকে বদলি করা হল। একঝলকে দেখে নিন রদবদল –

  • বদলি হলেন এডিজি, পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। তাঁর বদলে নতুন পদে এলেন আইপিএস ডক্টর রাজেশ কুমার।
  • সরানো হল ডিইও, ঝাড়গ্রাম আয়েশা রানি, নতুন পদে জয়শী দাশগুপ্ত।
  • ডায়মন্ড হারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন এসপি অরিজিৎ সিনহা।
  • এসপি, কোচবিহার কে কান্নানের বদলে নতুন পুলিশ সুপার হলেন দেবাশিস ধর।
  • ডিসি, সাউথ সুধীর নীলকান্তকে সরিয়ে আনা হল আইপিএস আকাশ মেঘারিয়াকে।

নির্বাচন কমিশনের তরফে সচিব রাকেশ কুমার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে বদলির কথা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে।

Advertisement

[আরও পডুন: ‘অফিসার বদলে লাভ নেই, সবাই আমাদের লোক’, নির্বাচন কমিশনকে তোপ মমতার]

এই রদবদল নিয়ে এদিন দুপুরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কথায় কমিশন এসব পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তুলে তাঁর বক্তব্য, ”অফিসার বদলি করে লাভ নেই। যাঁদের বদলি করা হচ্ছে এবং যাঁরা আসছেন, তাঁরা সবাই আমাদের লোক।” সূত্রের খবর, নতুন পদে আসা বেশ কয়েকজন অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ পছন্দের। এছাড়া আকাশ মেঘারিয়া কিংবা জয়শী দাশগুপ্তর মতো আইপিএস-রা দক্ষতার নিরিখেও অতি পরিচিত। ফলে ভোট শুরুর প্রাকমুহূর্তে তাঁদের নতুন দায়িত্ব দিল নির্বাচন কমিশন।  

Advertisement

[আরও পডুন: ‘দেশের মুসলিম একজোট হলে চারটে পাকিস্তান তৈরি হবে’, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ