Advertisement
Advertisement
WB Assembly Polls 2021

কংগ্রেস প্রার্থীর প্রচারে ‘বাধা’ তৃণমূলের, দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রানিনগর

প্রচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের।

WB Assembly Polls 2021: TMC-Congress clash left 6 injured at Raninagar in Murshidabad | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 18, 2021 8:52 am
  • Updated:April 18, 2021 8:52 am

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ভোটের (WB Assembly Election 2021) মরসুমে অব্যাহত হিংসা। কোথাও প্রচারে বেরিয়ে আক্রান্ত হচ্ছেন খোদ প্রার্থী তো কোথাও আবার রাজনৈতিক শিবিরের সদস্যদের মধ্যেই বাঁধছে অশান্তি। সবমিলিয়ে রাজ্যের ভোট পঞ্চমীর পরেও অব্যাহত অশান্তি। রাজ্যের পঞ্চম দফা নির্বাচনের দিন অর্থাৎ শনিবার রাতে উত্তপ্ত হল মুর্শিদাবাদের রানিনগর (Raninagar) বিধানসভা এলাকা।

 সপ্তম দফা  অর্থাৎ ২৬ এপ্রিল মুর্শিদাবাদের রানিনগরে ভোটগ্রহণ। তার আগে সবপক্ষই জোরদার প্রচার করছে। শনিবার রাতে প্রচারে বেরিয়েছিলেন এই কেন্দ্রেরই সংযুক্ত মোর্চার প্রার্থী ফিরোজা বেগম ও তাঁর দলবল। অভিযোগ, তৃণমূলের তরফে প্রচারে বাধা দেওয়া হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি বেঁধে যায়। সংঘর্ষের জেরে দুপক্ষের মোট ৬ জন জখম হন। তাঁদের মধ্যে রহিদুল ইসলাম নামের মোর্চার এক সক্রিয় কর্মী গুরুতর জখম হয়। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুপক্ষই ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেছে। এলাকায় পুলিশি টহল চলছে।

Advertisement

[আরও পড়ুন : বজবজ জুটমিলে ‘সাময়িক’ কর্মবিরতি ঘোষণা কর্তৃপক্ষের, কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক]

ঘটনাপ্রসঙ্গে সংযুক্ত মোর্চার প্রার্থী ফিরোজা বেগমের দাবি, “এদিন সন্ধের পর বালুমাটি গাঙরুলতলা মোড়ে প্রচার করছিলাম। হঠাৎ করেই টেকারাইপুর বালুমাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোস্তাকিন মোল্লা, তাঁর ভাই-সহ দুষ্কৃতী বাহিনী প্রচারে বাধা দেয়। কটূক্তি করতে শুরু করে। প্রতিবাদ করতেই রহিদুল-সহ বাকি দুজনকে চ্যালা কাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয়।”

Advertisement

অন্যদিকে টেকারায়পুরের তৃণমূল নেতা সৌভিক ঘোষ জানান, “ওই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। মোর্চার প্রচারের সময় স্থানীয় মানুষ বিধায়ক ফিরোজা বেগমের পাঁচ বছরের কাজের হিসেব চাইলে বচসা বাঁধে। তখন দু’পক্ষের হাতাহাতিতে কয়েকজন জখম হয়েছেন।” ওই ঘটনার পর থেকেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও ইসলামপুর থানার পুলিশ যৌথ টহলদারি শুরু করেছে।

[আরও পড়ুন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চোপড়া, বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ