Advertisement
Advertisement

Breaking News

Mithun Chakraborty

Bengal Polls: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, আহত অন্তত ১২

দিনহাটায় মৃত বিজেপি নেতাকে শেষ শ্রদ্ধা কৈলাস বিজয়বর্গীয় ও দীনেশ ত্রিবেদীর।

WB assembly polls: ISF-TMC clash in Bhangar, atleast 12 people got injured | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 25, 2021 10:41 am
  • Updated:March 26, 2021 1:03 pm

প্রথম দফার ভোটের আগে শেষবেলার প্রচারে ঝড় তুলতে ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং মিঠুন চক্রবর্তী। বাংলায় আজ প্রচার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীরেরও। এদিকে আজ দক্ষিণ ২৪ পরগনায় চারটি জনসভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে বাংলার সার্বিক পরিস্থিতির আপডেট।

বেলা ৪.০০: বাংলায় আজ একাধিক কেন্দ্রে প্রচার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। 
বেলা ৩.৫০: “
বাংলায় কিছু করতে গেলেই কাটমানি দিতে হয়। কাটমানি, তোলাবাজি দূর করতে এবার দিদিকে বিদায় করতে হবে। ২ মে দিদির হার নিশ্চিত।” মেচেদার সভায় হুঙ্কার অমিত শাহর।

Advertisement


বেলা ৩.২০:
বৃহস্পতিবার তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ঘটনায় আহত উভয় দলের মোট ১২ জন কর্মী-সদস্য। যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বেলা ৩.১৫:
দিনহাটায় মৃত বিজেপি নেতাকে শেষ শ্রদ্ধা কৈলাস বিজয়বর্গীয় ও দীনেশ ত্রিবেদীর।

Advertisement


বেলা ২.১৫:
ডেঙ্গু ম্যালেরিয়ার সঙ্গে তৃণমূলকেও বাংলা থেকে তাড়াতে হবে। ঝাড়গ্রামের জনসভা থেকে ডাক অমিত শাহর। গতবার কপ্টারে ত্রুটির কারণে শেষ মুহূর্তে জঙ্গলমহলের সভায় পৌঁছতে পারেননি তিনি। ভারচুয়ালি উপস্থিত হয়েছিলেন। 
বেলা ১.৫৫:
মানবাজার বিধানসভার বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দারের সমর্থনে মানবাজারে রোড শো মিঠুন চক্রবর্তীর।


বেলা ১.৪৫:
করোনা আক্রান্ত এগরার বিজেপি প্রার্থী অরূপ দাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দেওয়ার জন্য করোনা টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসে। সামান্য উপসর্গ ধরা পড়েছে তাঁর। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে এদিন অমিত শাহর সভায় উপস্থিত ছিলেন তিনি।
বেলা ১.৩০: ”অফিসার বদল করছেন এখন। বিজেপির কথা শুনে আপনারা পদক্ষেপ করছেন। শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা বিমাতৃসুলভ আচরণ করছেন। তবে জেনে রাখুন, যাঁদের বদলি করছেন, আর নতুন যাঁরা আসছেন, সবাই আমাদের লোক।” দাঁতনের সভায় নির্বাচন কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বেলা ১.১৫:
নানুরের বাসাপাড়ায় তৃণমূল নেতা শেখ আলমের মুখে পাকিস্তানের কথা। বলেন, ভারতের ৩০ শতাংশ মুসলিম একত্রিত হলে ৪টে পাকিস্তান তৈরি হতে পারে। সেই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে তোপ বিজেপি নেতা অমিত মালব্যের।


বেলা ১.০০:
পটাশপুরে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের হয়ে প্রচারে অভিনেতা-সাংসদ দেব।
বেলা ১২.৪৫:
বাঘমুণ্ডির জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের আমলে বেড়েছে বেকারত্ব। পুরুলিয়ার বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছায় না। এটা মমতা সরকারের ব্যর্থতা। তোপ শাহর। ‘আজসুর চিহ্নই আমাদের চিহ্ন’, পুরুলিয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর মরিয়া চেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর।
বেলা ১২.৪০:
বাংলায় অরাজকতা চালাচ্ছে তৃণমূল। গুণ্ডারাজ চলছে। নামখানা থেকে তোপ যোগী আদিত্যনাথের। মমতাকে প্রশ্ন, ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে আপত্তি কোথায়? 
বেলা ১২.৩০:
নবান্ন দখলের লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। প্রথম দফা নির্বাচনের আগে অল আউট প্রচারে বিজেপি। দাঁতনে হাজির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।  
বেলা ১২.১৫:
বাংলায় ভোট প্রচারে হাজির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নামখানা, চন্দ্রকোনা, নন্দীগ্রামে জনসভা রয়েছে তাঁর।
বেলা ১২.০২:
এগরায় কংগ্রেসের রোড শোয়ে অধীর চৌধুরি।
বেলা ১১.৫৫:
সুন্দরবনকে আলাদা জেলা করার ভাবনা আগেই ভেবেছে রাজ্য সরকার। সেভাবে কাজও এগোচ্ছে। এখন অমিত শাহ নতুন করে এনিয়ে কেন বলতে এসেছে? সাগরের জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। 
সকাল ১১.৪৫:
উত্তর কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিতা সিনহার ভোটের প্রচারে রোড শো নন্দীগ্রামের গেরুয়া প্রার্থী শুভেন্দু অধিকারীর।


সকাল ১১.৪০:
নদিয়ার শান্তিপুরে নৃসিংহপুর এলাকার কলাবাগান থেকে দুই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বিজেপির দাবি, তারা দলীয় কর্মী ও সমর্থক ছিলেন। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে থানা ঘেরাও গেরুয়া শিবিরের কর্মীদের। আগামিকাল শান্তিপুরে ১২ ঘণ্টার বনধের ডাক। 
সকাল ১১.৩২:
শালতোড়ায় মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে মানুষের ঢল। বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম প্রচারে কিংবদন্তি অভিনেতা। মিঠুন বলেন, গরিবের জন্য লড়াই করতে হবে। বিজেপি প্রার্থী চন্দনা বাউরির মাথায় হাত রেখে আশির্বাদও করেন।


সকাল ১১.২০:
বারুইপুরের মধ্য বেলাগাছিতে তৃণমূল-সংযুক্ত মোর্চার সংঘর্ষে নিহত তৃণমূল নেতা রহুল আমিন মিদ্দা। বয়স ৬৫। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
সকাল ১১.০০:
ভাঙা পায়ে খেলেই বিজেপিকে বোল্ড করব। পাথরপ্রতিমার সভা থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমফানের টাকা থেকে বঞ্চিত হলে লিখিত দেবেন, পেয়ে যাবেন। জানান তৃণমূল নেত্রী।
সকাল ১০.৩৫:
হেলিপ্যাডে উপচে পড়া মানুষের ভিড়ের মাঝে নামতেই পারছিলেন না মিঠুন। বেশ খানিকক্ষণ চপারেই বসে থাকতে হয় তাঁকে।
সকাল ১০.৩০: হেলিকপ্টারে শালতোড়ায় পৌঁছন  মিঠুন চক্রবর্তী। প্রিয় অভিনেতাকে দেখতে জনতার ঢল।

[আরও পড়ুন: জিতেন্দ্র তিওয়ারিকে খুনের ছক! বোমা বাঁধতে গিয়ে প্রাণ গেল যুবকেরই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ