Advertisement
Advertisement
Mamata Banerjee

‘৩ মাসের মধ্যে ফাঁসি হোক’, জয়নগর ‘ধর্ষণ-খুন’ কাণ্ডে মুখ খুললেন মমতা

চতুর্থ শ্রেণির ছাত্রীর ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে দফায় দফায় উত্তপ্ত জয়নগর। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর আগামী ৩ মাসের মধ্যে ফাঁসি হোক তা চান তিনি।

WB CM Mamata Banerjee opens up on Jaynagar case

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:October 6, 2024 7:33 pm
  • Updated:October 6, 2024 7:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ শ্রেণির ছাত্রীর ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে দফায় দফায় উত্তপ্ত জয়নগর। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর আগামী ৩ মাসের মধ্যে ফাঁসি হোক তা চান তিনি। রবিবার আলিপুর বডিগার্ড লাইনে পুজো উদ্বোধনে গিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেটও দেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, “ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের কোনও জাতি, বর্ণ, ধর্ম নেই। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি চাই কুলতলির ঘটনায় পুলিশ পকসো আদালতে মামলা করে ৩ মাসের মধ্যে ফাঁসি হোক।” এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ওই ঘটনার প্রসঙ্গ সরাসরি না তুললেও পুলিশের পাশে দাঁড়িয়ে মমতা আরও বলেন, “হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে, সেটাকে নিয়ে উলটো পালটা কথা বলে, কুৎসা, চক্রান্ত করে। অথচ তারা জানে না সেনার মতো সম্মান পায়। কাজ যে করে, সে ভুল করে। কাজ করতে গেলে ভুল ত্রুটি কী হয় না! ২-১ টা ঘটনা কখনও কখনও ঘটে গেলে বাংলায় চিৎকার, চেঁচামেচি, হাহাকার বেশি হয়। করা উচিত। করার অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় হলে একটা কথা বলেন না।”

Advertisement

সমালোচকদের মমতার বার্তা, “কেউ কি ইচ্ছে করে কোনও ঘটনা ঘটায়? পুলিশের বিরুদ্ধে কে, কী বলল ডোন্ট কেয়ার। যে গালাগাল করছে তারা নাকি ত্রাতা। কেউ কেউ ভাবছে ভগবানের থেকে বড়। পুলিশ ফুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছা বলতে পারেন। সবাইকে সরিয়ে দিতে হবে? অন্যায়টা জানল না অপরাধ হয়ে গেল। সবাইকে সরিয়ে দিতে হবে। বিনা অপরাধে সকলকে সরিয়ে দিলে, আসল অপরাধী সাজা পাবে তো?” পুলিশের উদ্দেশে তিনি আরও বলেন, “আরও শক্তিশালী হতে হবে। উপরে থাকবেন কুল, ভিতরে বোল্ড। আপনাদের কাজের ধারা মানবিকতা। তবে যারা শয়তান, তাদের ক্ষমা করবেন না।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement