Advertisement
Advertisement

Breaking News

Mizoram

মিজোরামে দুর্ঘটনায় মৃত মালদহের শ্রমিকদের বাড়িতে রাজ্যপাল, দিলেন আর্থিক সাহায্য

পরিবারের একজনের রেলে চাকরির আরজি স্বজনহারাদের।

WB Governor met family of died labors in Mizoram, promises help | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 25, 2023 4:21 pm
  • Updated:August 25, 2023 4:22 pm

বাবুল হক, মালদহ: মিজোরামে দুর্ঘটনায় মৃতদের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। দুঃখ প্রকাশ করলেন। কথা বললেন স্বজনহারাদের সঙ্গে। তুলে দিলেন আর্থিক সাহায্য।

দিনদুয়েক আগে মিজোরামে ঘটেছে ভয়ংকর দুর্ঘটনা। নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। তার মধ্যে মালদহেরই ২৩ জন। কোনও পরিবারে মৃত্যু হয়েথে ৬ জনের। কারও ৪ জনের। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটা দুর্ঘটনায় কার্যত গা উজাড় হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে মালদহ গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে পৌঁছই মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল। এরপরই চলে যান মৃত পরিযায়ী শ্রমিকদের গ্রামে।

Advertisement

[আরও পড়ুন: আইফেল টাওয়ার থেকে হাওড়া ব্রিজ, চাল ও আঠা দিয়ে সূক্ষ্ম কারিকুরিতে চমক রিষড়ার তপনের]

রাজ্যপালের সঙ্গে একই সময়ে গ্রামে যান রেলের আধিকারিকরা। এদিন রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। তুলে ধরেন তাঁদের অসহায়তার কথা। একাধিক পরিবারে উপার্জন করার মতো আর কেউ বেঁচে নেই। কী হবে ভবিষ্যৎ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সকলে। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। হাতে তুলে দেন আর্থিক সাহায্য। এদিন রাজ্যপালের কাছে পরিবারের একজনের রেলে চাকরির আরজিও জানান স্বজনহারার।

Advertisement

[আরও পড়ুন: শিলিগুড়ি বিজেপিতে পদত্যাগের হিড়িক, দলের পদ ছাড়লেন বিধায়ক দুর্গা মুর্মুও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ