১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

নবজোয়ার কর্মসূচিতে আক্রান্ত মন্ত্রী অখিল গিরি! কাঠগড়ায় অভিষেকের নিরাপত্তারক্ষীরা

Published by: Sucheta Sengupta |    Posted: May 31, 2023 7:17 pm|    Updated: May 31, 2023 7:20 pm

WB Minister Akhil Giri injured at Kanthi during Trinamoole Nabajawar programme | Sangbad Pratidin

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বুধবার কাঁথির মুকুন্দপুর এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রায় যোগ দিয়েছিলেন তিনি। সেখানে জনতার ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছিল তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তারক্ষীদের। এমন সময় অখিল গিরি (Akhil Giri) হেঁটে তাঁর গাড়ির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, অভিষেকের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। অখিল গিরিও পালটা বাধা পেরিয়ে এগোতে চান। দু’পক্ষের সামান্য হাতাহাতিতে আঘাত পান মন্ত্রী। পরে অবশ্য তিনি জানিয়েছেন, কোনও গন্ডগোল হয়নি। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, রাজ্যের মন্ত্রীই যদি দলের কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে?

বুধবার উত্তর কাঁথির (Kanthi) মুকুন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র‍্যালির পর অখিল গিরি যাচ্ছিলেন চণ্ডীভেটির দিকে। অভিযোগ, মন্ত্রী হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলেন, সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন। ঠেলে সরিয়ে দেওয়া হয় তাঁকে। আহত (Injured) হন অখিল গিরি। তিনি জানান, ডান হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন কারামন্ত্রী। পরে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গিরির উলটো সুরই শোনা গেল। জানালেন, কোনও গন্ডগোল হয়নি।

[আরও পড়ুন: ২৩ বছর পার, বাম আমলে নেওয়া জমি ফেরত চায় কলকাতা পুরসভা]

উল্লেখ্য এদিনই অভিষেকের নিরাপত্তার নিয়ে টুইটে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তায় একদিনে ২২৪৫ জন নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তাও এর কাছে তুচ্ছ বলে টুইটে উল্লেখ করেছেন তিনি। এই অবস্থায় অভিষেকের নিরাপত্তারক্ষীদের হাতে অখিল গিরির ধাক্কা খাওয়ার বিষয়টি বিতর্ক আরও উসকে দিল।

[আরও পড়ুন: ফের বাবা হলেন মুকেশপুত্র আকাশ, আম্বানি পরিবারে নতুন সদস্যের আগমন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে