BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের বাবা হলেন মুকেশপুত্র আকাশ, আম্বানি পরিবারে নতুন সদস্যের আগমন

Published by: Akash Misra |    Posted: May 31, 2023 6:44 pm|    Updated: May 31, 2023 7:22 pm

Akash ambani and shloka-mehta-welcome a baby-Girl| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হলেন মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানি। বুধবার বিকেলে আকাশের স্ত্রী শ্লোকা মেহেতা জন্ম দিলেন ফুটফুটে কন্যা সন্তানের। এর আগে ২০২০ সালে পুত্র সন্তানের মা হয়েছেন শ্লোকা।

সম্প্রতি নানা ভিডিও এবং ছবিতে বেবি বাম্প নিয়েই প্রকাশ্য়ে এসেছিলেন শ্লোকা মেহেতা। এমনকী, NMACC-এর উদ্বোধনী অনুষ্ঠানেও শ্বশুর মুকেশ আম্বানির হাত ধরে এসেছিলেন শ্লোকা। সূত্রের খবর, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

[আরও পড়ুন: প্রকাশ্যে বাতকর্ম! এ কী কাণ্ড প্রিয়াঙ্কা চোপড়ার? নিজেই ফাঁস করলেন ‘গোপন কথাটি’]

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ মার্চ বিয়ে হয় আকাশ ও হিরের ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকার। মুম্বইয়ের জিও ওয়ার্ড সেন্টারে বসেছিল সেই মেগা বিয়ের জমকালো আসর। ঝকমকে আলোয় সেজে উঠেছিল আম্বানিদের বাসভবন। উপস্থিত ছিলেন সিনেমা, রাজনীতি, বাণিজ্য জগতের তাবড় সেলেবরা। শাহরুখ-গৌরী থেকে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি, অতিথি তালিকা ছিল চোখ ধাঁধানো।

[আরও পড়ুন: ‘ধর্ষণের মানসিকতা তৈরি করে সিনেমার আইটেম ডান্স, চটুল বিজ্ঞাপন’, মন্তব্য RJD নেতার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে