Advertisement
Advertisement

Breaking News

Madan Mitra gave threat to opposition

WB Panchayat Election 2023: ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’, ফিল্মি কায়দায় বিরোধীদের হুঁশিয়ারি মদন মিত্রের

মদনের হুঁশিয়ারি ভাইরাল হওয়ামাত্রই বিরোধী মহলে উঠেছে সমালোচনার ঝড়।

WB Panchayat Election 2023: TMC MLA Madan Mitra gave threat to opposition । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 18, 2023 12:29 pm
  • Updated:June 18, 2023 12:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের ‘রঙিন’ নেতা মদন মিত্র (Madan Mitra)। তাঁর হাবভাব ব্যতিক্রমী। বেশভূষায় সকলের নজর টানেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সেই মদন মিত্রই এবার বিরোধীদের বার্তা দিয়ে ফিল্মি সংলাপকে হাতিয়ার করলেন। ‘শোলে’র সেই বিখ্যাত ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’ সংলাপই শোনা গেল তাঁর গলায়। মদন মিত্রের বক্তব্য ভাইরাল হওয়ায় বিরোধীরা সমালোচনায় সরব।

পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে মদন মিত্র কামারহাটিতে দাঁড়িয়ে দলীয় একটি অনুষ্ঠানমঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে বলিউড ছবির সংলাপকে হাতিয়ার করেন। বলেন, “বাইরে যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক, ব্যালট বক্সে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ হাত দিলে গেলে ওই হাত বাক্সে থেকে যাবে। স্লোগান একটাই হবে, ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর।” পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্দেশে মদনের বার্তা, “কুরবানি দেখেছেন। এবার কুরবানির জন্য প্রস্তুত হোন।”

Advertisement

[আরও পড়ুন: আবেগের উপহার! অভিষেকের জন্য তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়তে চান সুব্রত বক্সী, নারাজ অভিষেক]

কামারহাটির তৃণমূল বিধায়কের জনপ্রিয়তা ব্যাপক। তাই তাঁর মন্তব্য ভাইরাল হতে সময় নেয়নি বিশেষ। মদনের হুঁশিয়ারি ভাইরাল হওয়ামাত্রই বিরোধী মহলে উঠেছে সমালোচনার ঝড়। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য খোঁচা দিয়ে বলেন, “তৃণমূল ভেবেছিল ২৫ হাজার বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। তা না হওয়ায় মদন মিত্র এসব বলছেন।” উল্লেখ্যে, দিনকয়েক ধরে একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন মদন মিত্র। সম্প্রতি রাজ্যপালকে পরপর দু’দিন বেনজির আক্রমণ করেন। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য মদন মিত্রের।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগে জেলায় জেলায় অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল, রাজভবনে খোলা হল ‘পিস রুম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ