Advertisement
Advertisement

পঞ্চায়েত ভোট ২০১৮ LIVE: এড়ানো গেল না মৃত্যু, এখনও পর্যন্ত ভোটের বলি ১১

কোথাও ব্যালটে আগুন, কোথাও ব্যালটে জল ঢেলে দেওয়ার অভিযোগ৷

WB Panchayat Polls 2018 Live: Voters are ready to cast their votes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2018 6:58 am
  • Updated:May 14, 2018 5:06 pm

বহু টালবাহানার পর রাজ্যে চলছে ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দিকে দিকে অশান্তির ছবি। কোথাও পুকুরে বোমা। ব্যালটে আগুন। কোথাও আবার ভিজিয়ে দেওয়া হচ্ছে ব্যালট। এই সব নিয়েই চলছে ভোটগ্রহণ। বেলা ১ টা পর্যন্ত ভোটের হার ৪১ শতাংশ। 

  • নন্দীগ্রামে মৃত্যু দুই সিপিএম কর্মীর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।
  • শান্তিপুরে গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। তিনিও তৃণমূল সমর্থক ছিলেন বলে জানা যাচ্ছে।
  • নদিয়ার নাকাশিপাড়ায় বোমায় জখম হয়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর। মৃতের নাম ভোলা দফাদার।
  • রানিগঞ্জ ও বাঁসরাতে ভোট লুট করতে এসে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা। তির-ধনুক, হাতে প্রতিরোধ গড়ে তোলেন বাসিন্দারা।

52e1e1bd-ee51-4bc4-b62d-61d7694046ce

Advertisement
  • পূর্বস্থলী ২ ব্লকের কালেখাঁতলা ১ গ্রাম পঞ্চায়েতের পদ্মবিল তলায় একটি বুথে আগুন। ব্যালটবাক্স ভেঙে দেওয়া হয়। মারধর করা হয় জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বিপুল দাসকে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
  • কুলতলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মী আরিফ আলি গাজির। কুলতলির মেরিগঞ্জের ঘটনা।
  • মালদহের বাহারালে বুথ দখল। মালদহের বৈষ্ণবনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বোমাবাজি । রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে ৫৪ নং বুথে  উত্তেজনা। ইংরেজবাজারে দেখা নেই বিরোধীদের। একের পর এক বুথ দখল। এজেন্ট ঢুকতে দেয়নি শাসকদল, অভিযোগ সিপিএমের। ফুলবাড়িয়ার ৪ নম্বর বুথ, গোকুলনগরের ৯২ নম্বর বুথ, ফুলবাড়িয়ার ১৯, ২০, ২১, ২২ নম্বর তৃণমূল দখল করেছে বলে অভযোগ।
  • কেশপুরে পুকুরে ও বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার। তৃণমূল এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ। আক্রান্ত পুলিশ।নির্দল প্রার্থীদের অভিযোগ, তির ছুড়ে হামলা করছে শাসকদল।
  • আন্দুলের উত্তর পোদরায় চন্দ্রবাটি প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। বিজেপির অভিযোগ, তৃণমূলের বাইকবাহিনী এসে ক্যাম্প অফিস ভাঙচুর করে এবং জেলা পরিষদ প্রার্থী অলোক দুবেকে মারধর করে, স্লিপ ছেড়ারও অভিযোগ ওঠে। তৃণমূলের পালটা অভিযোগ, তাদের জেলা পরিষদের প্রার্থী মালতী রায়কে মারধরের অভিযোগ। এই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ।
  • তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে। জয়নগর থানার বহরু অঞ্চলের ঘটনা । অভিযোগ, গতকাল গভীর রাতে বহরু হাছীমপুর গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়  তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীর সমর্থকরা । এই ঘটনায় রফিক শেখ নামে এক তৃনমূল কর্মী জখম হয়। 
  • পাথরঘাটা-কাশীপুরে ব্যালটে জল ঢেলে দেওয়ার অভিযোগে শোরগোল।
  • মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর জেলা পরিষদের প্রার্থী হিসেবে সরে দাঁড়ালেন। তাঁর অভিযোগ, তৃণমূলের বুথ দখলে মদত দিচ্ছে পুলিশ স্বয়ং। প্রতিবাদ করেও কোনও ফল হচ্ছে না. পুরো বিষয় জানানো হয়েছে কমিশনে।
  • কাঁথি দেশপ্রাণ ব্লকের ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট লুট করল বাম -বিজেপি দলের দুষ্কৃতীরা। সকাল থেকে সুষ্ঠুভাবেই ভোট পর্ব চলছিল। আচমকাই ভোটারদের সরিয়ে একদল বাইকবাহিনী ঢুকে ভোট কেন্দ্রে ভাঙচুর চালানো  হয়। ব্যালট বাক্স লুটের চেষ্টা করা হয়। ভোটারদের বাধায় শেষে ব্যলট ভেঙে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়।

cd56ebc5-1cb5-4bbd-9204-023f2671123e

Advertisement
  • শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলাতে ভোট বাক্স লুট করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ।

ballot-fire_web

  • দৃষ্টিহীন বৃদ্ধ ভোটারকে কাঁধে  করে  বুথে  নিয়ে  এলেন ছেলে। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির অম্বিকা নগর ভোটগ্রহণ  কেন্দ্রে ।

06dae759-d3e5-46df-bb76-f031f07246ae

  • নাটাবাড়িতে মেজাজ হারালেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপি এজেন্টকে চড় মারার অভিযোগ। যদিও মন্ত্রীর দাবি, তিনি কারও গায়ে হাত তোলেননি। তিনি তাঁর কর্মীকে শাসন করেছেন।
  • জামুরিয়ার শ্যামল গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথ আলিনগর গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট এবং তার সঙ্গী।মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। 

14654a6d-b785-45d2-b027-1905946704c3

  • দক্ষিণ গাজিপুরে ১০০ ও ১০২ নং বুথ ও উত্তর গাজিপুরে ৮৯ ও ৯০ নং বুথ থেকে সব পোলিং এজেন্ট তুলে নিল জমি রক্ষা কমিটি। তারা চারটি বুথেই পুনর্নিবার্চন দাবি করেছে।
  • জমিগত বিবাদের জেরে প্রতিবেশীর গনধোলাইয়ে মৃত তৃনমূল কর্মী। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শিমলাপালের ধুলাপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট বয়কট করেছে স্থানীয়রা।
  • চেনা ছবির ব্যতিক্রম। লাইনে ভোটারদের দাঁড়িয়ে থাকা নয়, বারুইপুরে একটি বুথে করা হল বসার ব্যবস্থা। 

8497aed4-5689-4589-b30b-e1bbe07f00d6

  • নদিয়ার ধুবুলিয়ায় ১ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী ও তার দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা। রবিবার রাতেই ঘটে ঘটনা। প্রার্থী দিলীপ দেউড়ি ও তাঁর দুই ভাই সনৎ দেউড়ি এবং অনুকূল বাড়ুইকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে কমিশনে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও শাসকদলের বক্তব্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে ঘটনা।

 

f0585090-be72-4936-b6a2-c42f96bb75c1

  • কাকদ্বীপের নামখানায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু সিপিএম কর্মী দেবু দাস ও ঊষা দাসের। বুদাখালি গ্রাম পঞ্চায়েতে তাঁদের বাড়িতে দাউদাউ করে জ্বলছিল আগুন। কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।অভিযোগের তির তৃণমূলের দিকে, যদিও শাসক দল তা অস্বীকার করেছে।
  • ভাঙড়ের দক্ষিণ গাজিপুরে সরিফুল মোল্লা নামে এক জমি আন্দোলনকারী এক নলা বন্দুক সহ গ্রেপ্তার। আপাতত ভোট বন্ধ।
  • এপার বাংলায় এসে প্রথম পঞ্চায়েত নির্বাচনে ভোট দিলেন কোচবিহারের হলদিবাড়ির সাবেক ছিটমহল বাসিদের অস্থায়ী শিবিরের ৩১৭জন ভোটার।
  • ইটখোলার ২২৪ নং বুথে তৃণমূলের ৪ জন আহত।আহতরা ক্যানিং মহাকুমা হাসপাতালে ভরতি। 
  • বাগদার ছাপ্পাভোট প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, ১৫০জন লোক প্রতিবেশী দেশ থেকে এসেছে। স্থানীয় বিজেপি নেতা কার্তিক, হরেন, নির্মল ও গণেশ ঘোষের নেতৃত্বে বুথ দখল করতে আসে। গ্রামবাসীরা তাদের তাড়া করে। দু’তিনজনকে ধরে ফেলে মারধর করে। এটা সীমান্ত এলাকা বিএসএফ সক্রিয় ছিল না। পুলিশের পক্ষে একসঙ্গে ৩০০ লোককে আটকানো সম্ভব নয়। গ্রামের বাসিন্দারা প্রতিহত করছে। বিজেপি বিভিন্ন লোককে নিয়ে এসেছে বাড়ি বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। এটা তারই ফল।

975aa4e9-6cd1-4f69-a798-8f7aa4fd66ea

  • তপন ব্লকের ভিকাহার গুরাইল এলাকায় বোমা ফেটে আহত চার তৃণমূল কর্মী। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। উত্তেজনার কারণে কুশমণ্ডি ব্লকের নানা পাড়ায় ১৪৯ নম্বর বুথে ভোট বন্ধ।
  • ভোর রাতে বনগাঁর  বাগদার আশারু গ্রামপঞ্চায়েতের আমডোব হাইস্কুলে ছাপ্পা মারার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। প্রায় ১৫ থেকে ২০ জন বহিরাগত বুথে ঢুকে পড়ে। ব্যালট বাক্স বের করে ছাপ্পা মারতে থাকে। ১০ জনকে ধরে ফেলা হয়। চলে বেধড়ক মারধর।বাগদা থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে। ইতিমধ্যে এই দুই বুথে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। 
  • মালবাজার মহকুমার বিভিন্ন চা বাগানে চলছে ভোট। শহরের তুলনায় চা বাগানের ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের সংখা বেশি। বৃষ্টি উপেক্ষা করেই চা শ্রমিকেরা বিভিন্ন বুথে লম্বা লাইন করে ভোট দিচ্ছেন। সকাল সকাল ভোট সেরে ফেলতে চায় শ্রমিকেরা। সঙ্গে রয়েছে কঠর পুলিশি ব্যবস্থা।

f5dbc927-dfa9-4f12-81cc-d238499b6d69

  • মাদারিহাট বীরপাড়া ব্লকে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিরোধী কাউকে বুথে যেতে দিচ্ছে না তৃণমূল। মাটিতে দাগ কেটে লক্ষ্মণরেখা টেনে দিচ্ছে তৃণমূল কর্মী।
  • কাকদ্বীপে এক সিপিএম দম্পতিকে ঘুমের মধ্যেই পুড়িয়ে মারার অভিযোগ।
  • ভাঙড়ের পোলের হাট ২ অঞ্চলে আরাবুল বাহিনীর সঙ্গে জমি রক্ষা কমিটির মধ্যে সংঘর্ষ। রাস্তা আটকে দিয়েছে কমিটি। একটা মিডিয়ার গাড়ি ভাঙচুর। মাছিভাঙ্গায় বুথ দখলের অভিযোগ আরাবুল বাহিনীর বিরুদ্ধে। এলাকায় পুলিশ টহল।
  • কোচবিহারের সুক্তাবাড়িতে তৃণমূল-নির্দল সংঘর্ষ। সংঘর্ষের মাঝে পড়ে আহত এক মহিলা। তিনি সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন, সেই সময় লাঠি দিয়ে তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  • দক্ষিণ দিনাজপুরের তপনে বোমা ফেটে মৃত্যু তৃণমূলকর্মীর 
  • বাঁকুড়ার পুনিশোল গ্রামে ভোট কেন্দ্রে লম্বা লাইন ভোটারদের৷

32680580_1769601693099541_4512406758458654720_n

  • বালুরঘাটেও মহিলাদের লম্বা লাইন৷

32536913_1769598136433230_3643717844379631616_n

  • বৃষ্টি উপেক্ষা করে শিলিগুড়িতে ভোটারদের লম্বা লাইন৷

32377902_1769598126433231_2489378382089814016_n

 

  • ভোট শুরু হল বীরভূমের ময়ূরেশ্বরেও৷ যদিও বীরভূমের বেশিরভাগ আসনেই আজ ভোট নেই৷  
  • ভোট শুরু মালবাজার মহকুমার নাগ্রাকাটা, মেটেলি মাল ব্লকে৷ ভোটারদের সংখ্যা কম থাকলেও, শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্ব৷
  • সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়, বিক্ষিপ্ত অশান্তির ছায়া৷ জমি-জীবীকা রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে আরাবুল অনুগামীদের সংঘর্ষে বাড়ছে উত্তেজনা৷
  • বৃষ্টি উপেক্ষা করেই জেলায় জেলায় ভোটারদের দীর্ঘ লাইন৷

32266904_1769598209766556_414349088616611840_n

  • ভোট হবে ৪৭,৪৫১টি বুথে৷৪৩,০৬৭টি৷ ভোটার ৩ কোটি ৩৮ লক্ষ৷
  • শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন৷ কোথাও উসবের মেজাজ, কোথাও বৃষ্টি৷

তথ্য: বুদ্ধদেব সেনগুপ্ত, কৃষ্ণকুমার দাস, রাহুল চক্রবর্তী, কলহার মুখোপাধ্যায়, অরূপ বসাক, নন্দন দত্ত, সঞ্জীব মণ্ডল,রাজা দাস, টিটুন মল্লিক, রাজকুমার কর্মকার, দেবব্রত মণ্ডল, আকাশনীল ভট্টাচার্য, শান্তনু কর, বিপ্লব দত্ত, সঞ্জিৎ মণ্ডল, অরিজিৎ সাহা, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, রঞ্জন মহাপাত্র, অরিজিৎ গুপ্ত, বাবুল হক, সৌরভ মাজি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ