Advertisement
Advertisement
Mitchell Starc

বিশ্রী ফর্মের জের, ইডেনে বাদ ২৪ কোটির স্টার্ক! প্রথম একাদশে শ্রীলঙ্কান তারকা

চলতি আইপিএলে একেবারেই ভালো ফর্মে নেই অজি তারকা। তার মধ্যে তিনি চোট পেয়েছেন বলেও খবর শোনা যাচ্ছিল। অবশেষে বসানো হল ২৪ কোটির নাইট তারকাকে।

Mitchell Starc sits out from KKR squad against PBKS

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 26, 2024 7:21 pm
  • Updated:April 26, 2024 7:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনায় শিলমোহর। আইপিএলে (IPL 2024) পাঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে বিশ্রামে মিচেল স্টার্ক (Mitchell Starc)। তার জায়গায় নাইটদের (Kolkata Knight Riders) হয়ে অভিষেক ঘটল শ্রীলঙ্কার তারকা দুষ্মন্ত চামিরার। এমনিতে চলতি আইপিএলে একেবারেই ভালো ফর্মে নেই অজি তারকা। তার মধ্যে তিনি চোট পেয়েছেন বলেও খবর শোনা যাচ্ছিল। অবশেষে বসানো হল ২৪ কোটির নাইট তারকাকে। সেই জায়গায় এলেন শ্রীলঙ্কান পেসার।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই করে জিতেছে নাইটরা। সেই ম্যাচে স্টার্ককে বেঙ্গালুরুর করণ শর্মা তিনটি ছয় মারেন। যদিও স্টার্কের কাছেই তালুবন্দি হন তিনি। ম্যাচ জেতার আশা প্রায় সেখানেই শেষ হয়ে যায় বিরাটদের। কিন্তু ওই ক্যাচ ধরতে গিয়েই আঙুলে চোট পেয়েছিলেন স্টার্ক। তার পর ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে এলেও বল করতে দেখা যায়নি তাঁকে। তখনই জল্পনা শুরু হয়েছিল, পাঞ্জাবের বিরুদ্ধে তাঁকে নাও খেলাতে পারে নাইটদের থিঙ্ক ট্যাঙ্ক। সেই অনুমানই সত্যি হল। ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে বাদ পড়লেন অজি তারকা।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিক যুবরাজ পেলেন বড় দায়িত্ব]

যদিও স্টার্কের বাদ পড়া নিয়ে নাইট সমর্থকদের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। বল হাতে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আইপিএলে ৭ ম্যাচ খেলে তুলেছেন মাত্র ৬ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ১১ করে। তার মধ্যে প্রথম দুম্যাচেই দিয়েছিলেন ১০০ রান। বেঙ্গালুরুর বিরুদ্ধেও ৩ ওভারে খরচ করেছিলেন ৫৫ রান। ফলে তাঁর ফর্ম নিয়ে আশঙ্কার জায়গা থেকে যাচ্ছিল। 

[আরও পড়ুন: ‘পার্স ভুলে গিয়েছি, ৬০০ টাকা পাঠান’, ইনস্টাগ্রামে ভক্তদের কাছে আর্জি ‘ধোনি’র!]

শুক্রবারের সন্ধ্যায় ইডেনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কুরান। যেখানে বড় রান করার দায়িত্ব থাকবে শ্রেয়স আইয়ারদের উপর। কিন্তু স্টার্কের অভাব কি টের পাবেন বোলিংয়ের সময়? শ্রীলঙ্কান তারকার দুষ্মন্ত চামিরার উপর কিন্তু দায়িত্ব বেড়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement