বাবুল হক, মালদহ: পঞ্চায়েত ভোটের পুর্ননির্বাচনের দিনে মালদহে মারা গেলেন এক ভোটার। মৃতের নাম অজিত মণ্ডল। বুধবার সকালে বৈষ্ণবনগরে ভোটের লাইনে দাঁড়িয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিযে যাওয়ার পথে মারা যান ওই ভোটার। এদিকে, রতুয়ার বাহারালে অঞ্চলে বাখরায় একটি বুথে ফের ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
[রেললাইনের ধারে মিলল প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত দেহ, রায়গঞ্জে চাঞ্চল্য]
সোমবার একদফার পঞ্চায়েত ভোটে তুমুল অশান্তি হয়। পুনর্নির্বাচনেও ফের প্রাণহানির ঘটনা ঘটল মালদহে। তবে সংঘর্ষ বা বিস্ফোরণে নয়, ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মারা গেলেন অজিত মণ্ডল। মালদহের বৈষ্ণবনগর ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতে ভোটার ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে ভোট দিতে কৃষ্ণপুর প্রাথমিক স্কুলের বুথে গিয়েছিলেন তিনি। লাইনে দাঁড়িয়েছিলেন। সাড়ে সাতটা নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন অজিতবাবু। বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। এদিকে, রতুয়ার বাহারালের বাখরা অঞ্চলে আবার আতঙ্কে ভোটই দিতে পারছেন না গ্রামবাসীরা। সূত্রের খবর, বাখরা অঞ্চলে ৭৯ নম্বর বুথে ঢুকে পড়েছে দুষ্কৃতীরা। সকালে ভোটগ্রহণ শুরু হতেই বোমাবাজিও হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।
[কোচবিহারে অবাক কাণ্ড! ব্যালট বাক্স কুড়িয়ে পেয়ে বানানো হল মুড়ির টিন]
সোমবার পঞ্চায়েত ভোটকে ঘিরে রাজ্যজুড়ে তুমুল অশান্তি হয়। সংঘর্ষ ও বিস্ফোরণ প্রাণ গিয়েছে ১৭ জনের। মঙ্গলবার রাজ্যের ১৯টি জেলার ৫৭১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় রাজ্যে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচন হচ্ছে মালদহেও। বুধবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে জেলার ১০টি ব্লকের ৫৫টি বুথে।
[পুনর্নির্বাচনের সকালে একাধিক জেলায় বৃষ্টিপাত, মেঘলা শহরের আকাশ]