Advertisement
Advertisement

Breaking News

WB Polls

ভোট দিয়ে ফিরেই মৃত্যু মুর্শিদাবাদের অশীতিপর বৃদ্ধের, কান্নায় ভেঙে পড়ল পরিবার

কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ।

WB Polls : An 82-year-old man from Murshidabad died after returning from voting centre | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 26, 2021 10:04 am
  • Updated:April 26, 2021 10:07 am

শাহাজাদ হোসেন, ফরাক্কা: ভোট (West Bengal Assembly Election) দিয়ে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুর্শিদাবাদের (Murshidabad) অশীতিপর বৃদ্ধ। ঘটনায় স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকস্তব্ধ গোটা গ্রাম।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দুগ্রাম বাঙালিপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধ। নাম শিশুপদ মণ্ডল। বয়স ৮২।  বেলা বাড়তেই ভোটের লাইনে ভিড় করবেন বহু মানুষ,সেই কারণে সোমবার সকাল সকাল ৫৬ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন শিশুপদ মণ্ডল। ভোট দিয়ে ঘরে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।  কী কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে এখনও তা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রচন্ড গরমের কারণেই এই মর্মান্তিক ঘটনা। 

Advertisement

[আরও পড়ুন:ফের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাটপাড়া, বোমাবাজিতে মৃত্যু কলেজ ছাত্রের]

মৃতের ছেলে রাজপতি মণ্ডল জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক অবস্থাও খুব একটা ভাল ছিল না বেশ কিছুদিন ধরেই। তা সত্ত্বেও এদিন ভোট দিতে গিয়েছিলেন তিনি। তবে এর পরিণতি এতটা মর্মান্তিক হবে তা কল্পনা করতে পারেনি পরিবার। উল্লেখ্য, সপ্তম দফায় মুর্শিদাবাদের ১১টি আসনে চলছে ভোট।  কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি হলেও, বেলা দশটা পর্যন্ত মোটের উপর শান্ত রয়েছে এলাকা। 

Advertisement

[আরও পড়ুন:ভোটের ডিউটিতে গিয়ে ‘বিনা চিকিৎসায়’ মৃত্যু মহিলার, অব্যবস্থার অভিযোগ কমিশনের বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ