Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

WB Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি! কালীপুজো-ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস

শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে।

WB Weather Update: Depression in Arabian Sea may not effect winter in Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 8, 2023 10:52 am
  • Updated:November 8, 2023 2:19 pm

নিরুফা খাতুন: কালীপুজো ও ভাইফোঁটার আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আজ অর্থাৎ বুধবার নিম্নচাপ তৈরি হবে আরব সাগরে। তবে কি আলোর উৎসবের আগেই পালাবে শীতের শিরশিরানি? ফের একবার বৃষ্টিতে ভিজবে বাংলা? কী বলছে আলিপুর আবহাওয়া (Weather Update) দপ্তর?

সপ্তাহের শুরু থেকে তাপমাত্রার পারদ নেমেছে বঙ্গে। কমেছে তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে উষ্ণতা। কালীপুজো, ভাইফোঁটায় এমনই মনোরম আবহাওয়া থাকবে বলে আশা করেছে বঙ্গবাসী। কিন্তু তাঁদের সেই চিন্তায় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ! হাওয়া অফিস জানাচ্ছে, ইতিমধ্যে তামিললাড়ু সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে। পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপের কোনও প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই।

Advertisement

[আরও পড়ুন: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও]

কালীপুজোতেও শীতের আমেজ থাকবে। ভাইফোঁটাতেও আবহাওয়ার একইরকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়া বইবে। আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা আরও এক-দুই ডিগ্রি নামতে পারে। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির ঘরে নামবে কলকাতার তাপমাত্রা। আগামী তিন দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা নেমে যাবে ২০-২১ ডিগ্রি আর পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম বর্ধমান-বীরভূমের তাপমাত্রা নেমে যাবে ১৭-১৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

[আরও পড়ুন: নীতি নেই, সংগঠন নেই, পদ নিয়েই ব্যস্ত নেতারা! ফের বঙ্গ বিজেপিকে তুলোধোনা তথাগতর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ