ফাইল ছবি।
নিরুফা খাতুন: ভরা বসন্তে বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি। দোল মিটলেই সপ্তাহান্তে গরমে পুড়বে গোটা দক্ষিণবঙ্গ। চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে চার জেলা- বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।
কলকাতার পারদ ইতিমধ্যে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দোলের আগের দিনই ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে পারদ। পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলাইকুন্ডা ও পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আগামী চার-পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। হাওয়া অফিস বলছে, উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে পড়শি রাজ্যে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে। রবিবার চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই চার জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে।
দক্ষিণবঙ্গ দহনজ্বালায় জ্বললেও উত্তরে আবহাওয়া এখনও মনোরম। আজও উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-দুই পার্বত্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ হালকা ঝড়বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া। তারপর তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। আগামী পাঁচ দিনে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.