সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ মরশুমে সেভাবে ব্যাটিংই করেনি শীত। দুদিন শীতের আমেজ অনুভূত হলে পরবর্তী তিনদিন কেটেছে উষ্ণ। তবে বিদায়ের আগে ঝোড়ো ব্যাটিং করতে পারে শীত। তাপমাত্রা একধাক্কায় নামতে পারে ৩ ডিগ্রি। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।
বুধবার সকাল থেকেই মুখভার আকাশের। হাওয়া অফিস সূত্রে খবর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তবে তিলোত্তমায় ফিরবে না শীতের আমেজ। বলা যেতেই পারে, শহর থেকে শীত বিদায় নিয়েছে। সম্ভাবনা নেই বৃষ্টিরও।
জানা গিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ঘন কুয়াশার সতর্কতা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারে। হিমাচল প্রদেশের শৈত্য প্রবাহের সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.