সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরের জের। উত্তরপত্রে নম্বর বিভ্রাটের সমস্যা কাটতে চলেছে বাগদার ছাত্রী ঋতু বিশ্বাসের। খুব শিগগির ওই ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে সংশোধিত মার্কশিট। এমনটাই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এই ঘটনায় স্বস্তিতে ঋতু ও তার পরিবার।
[উচ্চমাধ্যমিকে মার্কশিট বিভ্রাট, ৪০-এর মধ্যে ৪১ নম্বর পেয়ে বিপাকে ছাত্রী]
উল্লেখ্য, এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঋতু বিশ্বাস। তবে বাধ সেধেছে তার শারীরশিক্ষার থিয়োরিতে প্রাপ্ত নম্বর। ৪০-এর মধ্যে ৪১ পেয়েছে ঋতু। এই নম্বর বিভ্রাটের জেরে আটকে গিয়েছে ঋতুর কলেজে ভরতির প্রক্রিয়া। কোনও কলেজই তাকে ভরতির আবেদনপত্র দিতে রাজি হয়নি। তাই পাশ করেও তার কলেজে পড়া অনিশ্চিত হয়ে পড়েছে। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হতেই সংসদের নজরে আসে। এরই মধ্যে ছাত্রীর তরফে স্কুলেও জানানো হয়েছে নম্বর বিভ্রাট ও তা নিয়ে বিড়ম্বনার কথা। শিক্ষকদের তরফেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করা হয়।
তবে এত তাড়াতাড়ি শিক্ষা সংসদের তরফে সাড়া মিলবে আশা করেনি ঋতুর পরিবার। এদিকে কর্মসূত্রে স্বামী ভিনরাজ্যে থাকায় মেয়ের সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঋতুর মা। কীভাবে মেয়েক ভরতি করবেন বুঝতে পারছিলেন না। দ্রুত কাটবে নম্বর বিভ্রাটের সমস্যা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই আশ্বাস মিলতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি। খুশির রেশ ঋতুর মুখেও।