Advertisement
Advertisement
Weather Update

শীতে বাধা নিম্নচাপ! নতুন সপ্তাহে চড়বে পারদ, কোন কোন জেলায় বৃষ্টি?

পাশাপাশি, দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

Weather Update: Due to low pressure, there is a possibility of rain in Bengal

ছবি: অরিজিৎ সাহা।

Published by: Subhankar Patra
  • Posted:December 8, 2024 10:11 am
  • Updated:December 8, 2024 10:17 am  

স্টাফ রিপোর্টার: শীতের পথে ফের কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস। আজ রবিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে। কমবে শীতের আমেজ। কালীপুজো মিটতেই বাংলায় শীতের আমেজ জমে উঠেছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফেনজল শীতের ছন্দে ব‌্যাঘাত আনে। নভেম্বরের শেষলগ্ন থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হতে থাকে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়। ফিরে আসে শীতের আমেজ। কিন্তু এই আমেজ ক্ষণিকের।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে ভর করে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে। ফলে আজ রবিবার থেকে পারদ বাড়বে। আরও জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকায় তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। অভিমুখ থাকবে শ্রীলঙ্কার উপকূল হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে। যার প্রভাবে দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকবে বঙ্গে। এতে তাপমাত্রা আবার বাড়বে। রবি ও সোম দুদিন দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমি জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটবে।

Advertisement

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত সেখানে বৃষ্টি চলবে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সোমবার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

নভেম্বরের শেষদিকে সান্দাকফুতে তুষারপাত হয়। সেখানে ওটি মরশুমের প্রথম তুষারপাত ছিল। এবার দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাসে শৈলশহরে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। এদিকে ডিসেম্বরের একটা সপ্তাহ কেটে গেল, এখনও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। পশ্চিমি জেলাগুলোতেও শীতের কামড় নেই বললেই চলে। শনিবার সর্বনিম্ন পারদ ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। মরশুমে প্রথম পারদ এতটা নীচে নামে। আজ রবিবার তাপমাত্রা সামান‌্য বাড়বে। কলকাতায় অবশ‌্য শুষ্ক আবহাওয়া থাকবে। আজ ও কাল মূলত পশ্চিমি জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাব কাটলে পারদ নামবে। শীতের আমেজ বাড়বে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement